শরিয়াহ ঋণ মিলবে ডিবিএইচে

বেসরকারি খাতে দেশের বৃহত্তম ও গৃহায়ণে বিশেষায়িত অর্থায়নকারী প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফাইন্যান্স শরিয়াহভিত্তিক ঋণ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে শরিয়াহভিত্তিক ঋণ কার্যক্রম পরিচালনার অনুমোদন…

শরিয়াহ ঋণ মিলবে ডিবিএইচে

বেসরকারি খাতে দেশের বৃহত্তম ও গৃহায়ণে বিশেষায়িত অর্থায়নকারী প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফাইন্যান্স শরিয়াহভিত্তিক ঋণ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে শরিয়াহভিত্তিক ঋণ কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবিএইচ।

ডিবিএইচ আরও জানিয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানটি তাদের সব শাখার মাধ্যমে গ্রাহকদের শরিয়াহভিত্তিক ঋণসেবা দেবে। এ বিষয়ে ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন বলেন, বাংলাদেশ ব্যাংকের এ অনুমোদন ডিবিএইচের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

ডিবিএইচের শীর্ষ নির্বাহী আরও বলেন, দেশে শরিয়াহভিত্তিক ইসলামিক সেবার চাহিদা বাড়ছে। সুদক্ষ ও স্বাধীন শরিয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে শরিয়াহভিত্তিক ঋণ প্রদানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে ডিবিএইচ এবং শরিয়াহভিত্তিক মুদারাবাহ ডিপোজিটস ও ইসলামিক হোম ফাইন্যান্স সেবা প্রদানের জন্য প্রস্তুত। ইসলামিক ফাইন্যান্সিং উইং ডিবিএইচের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে জানান তিনি।

Similar Posts

মন্তব্য করুন