ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা

ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম জানতে চাচ্ছেন? এখানে কিভাবে সহজে একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

শরীয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে চালু করা একাউন্ট টাইপ। এই Islami bank student account -এ রয়েছে অনেক সুযোগ সুবিধা। বিশেষ করে ঘরে বসে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য এই ব্যাংক গ্রাহকদের সহজ সব উপায় দিয়ে থাকে।

ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্টকে মূলত স্টুডেন্ট মুদারাবা সেভিংস একাউন্ট বলে। আর এই একাউন্ট করার জন্য ব্যাংক একাধিক উপায় রেখেছে তাদের গ্রাহকদের জন্য। আপনি চাইলে সরাসরি ব্যাংকে গিয়ে আপনার একাউন্ট খুলে আসতে পারবেন আবার চাইলে ঘরে বসেও আপনার একটি একাউন্ট খুলে ফেলতে পারবেন।

ADVERTISEMENT

যাই হোক, আজকের এই পোস্টে আমরা দেখবো ইসলামী ব্যাংক স্টুডেন্ট মুদারাবা সেভিংস একাউন্ট খোলার নিয়ম, স্টুডেন্ট একাউন্টের সুবিধা, এই একাউন্ট করতে কি কি লাগে সহ এর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য। চলুন তাহলে শুরু করা যাক।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম (ব্র্যাঞ্চে গিয়ে)

ইসলামী ব্যাংক স্টুডেন্ট মুদারাবা সেভিংস একাউন্ট করার জন্য আপনাকে আপনার ছাত্রত্ব প্রমানের কিছু কাগজপত্র, যেমন: স্টুডেন্ট আইডি কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান কতৃক প্রত্যয়ন, সাথে আপনার জন্ম নিবন্ধন সহ আরো কিছু কাগজপত্র দরকার হবে। এগুলো এবং প্রাইমারি ডিপোজিট সহ ইসলামী ব্যাংকে গেলে তারা আপনাকে একাউন্ট খুলে দিবে।

ADVERTISEMENT

ব্যাংকে আপনার একটি ফর্ম পূরণ করার দরকার হবে। বেশিরভাগ ক্ষেত্রে তারাই আপনার ফর্মটি পূরণ করে সহযোগিতা করবে। আপনার কাজ হলো তাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। একাউন্ট করার পর একাউন্টে টাকা জমা করার নিয়ম দেখুন-ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম এই পোস্টে।

আরো পড়ুন- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম

স্টুডেন্ট একাউন্ট খোলার শর্ত

ইসলামী ব্যাংকে বেশ কিছু একাউন্ট আছে। তবে আপনি যদি একটি স্টুডেন্ট একাউন্ট করতে চান তাহলে আপনার কিছু ‍শর্ত পূরণ করতে হবে। শর্ত গুলো হলো:

ADVERTISEMENT
  • আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে এবং আপনি যে অধ্যয়নরত আছেন তার প্রুফ দেখাতে হবে।
  • আপনার বয়স আঠারো বছরের কম হলে আইনগত ভাবে ‍যিনি আপনার অবিভাবক তিনি আপনার একাউন্ট পরিচালক হিসেবে থাকবেন।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে?

  • স্টুডেন্টের জন্ম নিবন্ধন কার্ড (এনআইডি থাকলে তা দিতে পারেন)।
  • শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া স্টুডেন্ট আইডি কার্ডের একটি ফটোকপি।
  • স্টুডেন্ট যে প্রতিষ্ঠানে আছে সে প্রতিষ্ঠান কতৃক প্রদত্ত একটি প্রত্তয়ন পত্র।
  • দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা সম্প্রতি তোলা হয়েছে।
  • তার নমিনির এক কপি ছবি এবং এনআইডি কার্ড এর একটি কপি।

ছাত্রছাত্রীদের ব্যাংকে একাউন্ট খুলতে যাওয়ার আগেই এই সকল ডকুমেন্টস সংগ্রহ করে নিতে হবে। পরে একাউন্ট খোলার সময় ফর্মের সাথে এই ডকুমেন্টস প্রাইমারি ডিপোজিট সহ সাবমিট করতে হবে।

Islami bank student account খুলতে কতো টাকা লাগে?

শুধু মাত্র ১০০ টাকায় ছাত্রছাত্রীরা ইসলামী ব্যাংকে স্টুডেন্ট মুদারাবা সেভিংস একাউন্ট খুলার সুযোগ পেয়ে থাকে। এটি হলো সর্বোনিন্ম এমাউন্ট। এর থেকে বেশিও রাখা যাবে। এসম্পর্কে আরো জানতে পড়ুন- ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে এই পোস্টি।

স্টুডেন্ট একাউন্টের ট্রান্জেকশন লিমিট

অ্যাকাউন্ট খোলার আগে বা পরে, অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে লেনদেনের সীমা কত? আসলে লেনদেনের সীমা কত তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ এটি সম্পূর্ণভাবে আপনার আয়ের উপর নির্ভর করবে। আপনি যে পেশায় আছেন সেই অনুযায়ী শাখা ম্যানেজার আপনাকে একটি লেনদেনের সীমা নির্ধারণ করে দিবেন। তাই লেনদেনের সীমা জানতে হলে আপনাকে অবশ্যই শাখায় যেতে হবে।

ADVERTISEMENT

অনলাইনে ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

শুরু করার আগে ইসলামী ব্যাংকের সেলফিন এপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপর নিচে দেখানো প্রকৃয়া গুলো অনুসরণ করুন।

অনলাইনে ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
  • সেলফিনে লগ ইন করুন: প্রথমে সেলফিন এপে লগ ইন করে নিন।
  • “Open A/C” এ ক্লিক করুন: লগ ইন করা হলে আপনি ওপেন একাউন্ট “Open A/C” নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
  • নোটিশ পড়ে নিন: পরের ধাপে আপনার সামনে অটোমেটিক কিছু নির্দেশনা আসবে, সেগুলো পড়ে নিন ও আপনার সেলফিন পিন দিয়ে সাবমিট করুন।
  • ব্যাক্তিগত তথ্য দিন: এরপর আপনার নিজস্ব কিছু তথ্য দিতে হবে, যেমন: ব্যাঞ্চ সিলেক্ট করতে হবে, বাবার নাম ও মায়ের নাম দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস কি তা সিলেক্ট করতে হবে, মাসিক ইনকাম কত তা দিতে হবে, ইনকামের উৎস কি তাও দিতে হবে, আপনার পেশা সিলেক্ট করতে হবে, আপনার ঠিকানা সিলেক্ট করতে হবে, পোস্টাল কোডও লিখতে হবে। এসব দেয়া হলে নেক্সট ক্লিক করে পরের ধাপে চলে যেতে হবে।
  • একাউন্ট টাইপ সিলেক্ট করুন: এখানে আপনার একাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। কি ধরণের একাউন্ট খুলতে চান তা। যেহেতু আপনি স্টুডেন্ট একাউন্ট খুলবেন, তাই স্টুডেন্ট একাউন্ট সিলেক্ট করতে হবে।
  • নমিনির ডিটেইলস দিন: তারপর ‍নমিনির তথ্য দিতে হবে। নমিনির নাম, তার বাবা মায়ের নাম, NID  নাম্বার, আপনার সথে তার কি সম্পর্ক, এবং তার ঠিকানা সিলেক্ট করতে হবে পোস্টাল কোড সহ। এখানে আপনাকে নমিনির ন্যাশনাল আইডি কার্ড ও ছবি আপলোড করতে হবে। এরপর নেক্সট দিতে হবে।
  • অভিনন্দন আপনাকে: এখন সাথে সাথে আপনার ব্যাংক একাউন্টটি খোলা সম্পন্ন হয়ে যাবে।

আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

একনজরে ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা

  • এই একাউন্টে শুল্ক বা কর ছাড়া আর কোনো চার্জ নেই।
  • ইন্টারনেট ব্যাংকিং সুবিধা এভেইলএবল থাকবে।
  • সেলফিনের মাধ্যমে একাউন্ট পরিচালনা করা যাবে।
  • SMS এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখার সুবিধা।
  • রেমিটেন্স গ্রহণ করা যাবে।
  • ফ্রিল্যান্সিং এর টাকা গ্রহণ করা যাবে।
  • এটিএম কার্ড সংগ্রহ করা যাবে। (কার্ড দিয়ে ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম দেখুন)
  • সহজে ফান্ড ট্রান্সফারের সুবিধা।
  • সবচেয়ে বড় সুবিধা হলো ১০০ টাকা প্রাইমারি ডিপোজিটে একাউন্ট করার সুবিধা।

এগুলো ছাড়াও আরো বেশ কিছু সুযোগ সুবিধা আছে যা ছাত্রছাত্রীরা ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট থেকে পাবেন।

আরো পড়ুন- ইসলামি ব্যাংকগুলো কি ঘুরিয়ে সুদ খায়?

ADVERTISEMENT

শেষকথা

ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি নামকরা ব্যাংক। এই ব্যাংক তাদের গ্রাহকদের কিছু বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে। শিক্ষার্থীদেরও তারা কিছু বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে স্টুডেন্ট একাউন্ট করলে।

এখানে একটি বিশেষ সুবিধা হলো আপনি সরাসরি ব্যাংকে গিয়ে একটি একাউন্ট করা ছাড়াও চাইলে ঘরে বসেও আপনি আপনার একাউন্টি খুলে ফেলতে পারবেন। এমনকি আপনি ব্যাংকের এপ ব্যবহার করে ঘরে বসেই লেনদেন করতে পারবেন খুবই সহজে।

এছাড়া আরো বড় সুবিধা হলো আপনি ঘরে বসেই আপনার ব্যাংক একাউন্টি পরিচালনা করতে পারবেন। আপনি টাকা ট্রান্জেকশন করতে পারবেন, ব্যালেন্স চেক এবং স্টেটমেন্ট দেখা সহ আরো অনেক কাজ ঘরে বসেই করতে পারবেন। ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের এই সুযোগ সুবিধা গুলো পাওয়ার সহজ উপায় দিয়ে রেখেছে।

ADVERTISEMENT

ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করা নিয়ে প্রশ্ন এবং উত্তর

অনলাইনে কি ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলা যায়?

হ্যাঁ, অনলাইনে সেলফিন থেকে স্টুডেন্ট একাউন্ট খোলা সম্ভব। এখানে পুরো প্রকৃয়াটি সম্পন্ন করা যাবে। এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ারও দরকার হবে না।

ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করতে কতো টাকা লাগে?

ইসলামী ব্যাংকে একজন স্টুডেন্ট মাত্র ১০০ টাকা প্রাইমারি ডিপোজিট করে একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। এটি হলো সর্বোনিন্ম এমাউন্ট। এর থেকে বেশিও রাখা যাবে।

১৮ বছরের নিচে কি ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করা যাবে?

১৮ বছরের নিচে কেউ ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট করতে চাইলে তাদেরকে তাদের অভিবাবকের সাথে যৌথ একাউন্ট করতে হবে। তারপর যখন তার বয়স ১৮ হয়ে যাবে, তখন সে তার একাউন্টের পূর্ণ এক্সেস নিয়ে নিতে পারবে।

স্টুডেন্ট একাউন্ট করার জন্য কি স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে?

হ্যাঁ, আপনাকে আপনার বৈধ স্টুডেন্ট একাউন্ট দেখাতে হবে এবং সেই সাথে আপনার স্কুল থেকে নেয়া একটি প্রত্যয়ন পত্রও চাইতে পারে ব্যাংক। সেক্ষেত্রে আপনাকে স্কুল থেকে তা সংগ্রহ করে নিতে হবে।

আরো পড়ুন- ইসলামী ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম

ইসলামী ব্যাংকের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

লোনইসলামী ব্যাংক লোন সংক্রান্ত যাবতিয় তথ্য
বিধানব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ কিনা
ডিপিএসইসলামী ব্যাংক ডিপিএস সংক্রান্ত যাবতিয় তথ্যাদি
চেকসহজে ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম
রেমিটেন্সবিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
চাকরিব্যাংকে চাকরি হালাল না হারাম

আরো পড়ুন

ইসলামীক ব্যাংকিংইসলামীক ব্যাংকিং নিয়ে বিস্তারিত
ক্যাটাগরিতে যানব্যাংকিং
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

2 Comments

  1. আচ্ছা ইস্টুডেন্ট একাউন্ট খোলার পর কি?ব্যাংক থেকে ডেবিট কার্ড ছাড়া, আর কোন কাগজ পত্র দেয়‌। আমি অনলাইনের মাধ্যমে একাউন্ট খুলেছি তো। তাই একটু জানলে ভাল হত

    1. জমা বই, চেক বই এগুলা সংগ্রহ করতে চাইলে দেয়। আর এমনি অন্য কোনো কাগজ দেয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *