জেনে নিন বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম
আপনি কি বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম জানতে চান? এই পোস্টে বিস্তারিত দেখে নিন কিভাবে আপনি তা সহজে করতে পারবেন।
যেকোনো বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম খুব সহজ। তবে আপনি বাটন ফোনে Upay account খুলতে পারবেন কিনা তা নির্ভর করছে আপনার সিম অপারেটরের উপর। কিছু অপারেটরদের এই সার্ভিসের আওতায় আনা হলেও পর্যায়ক্রমে সব সিম অপারেটরদের এখানে যুক্ত করা হবে।
যাই হোক। বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম এবং এর কি কি লিমিটেশন আছে ও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকছে আজকের এই আর্টিকেল। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম
নিচে যদিও আমি স্মার্ট ফোন থেকে করে দেখাচ্ছি। কিন্তু বাটন ফোনের ক্ষেত্রেও নিয়ম একই। বাটন ফোন থেকে উপায় একাউন্ট খুলতে প্রথমে *268# ডায়াল করে আপনার ব্যবহার করা সিম ওপারেটর থেকে এনআইডির তথ্য সংগ্রহের অনুমতি দিতে হবে, তাই 1 চেপে Yes দিন। তারপর উপায় আপনাকে একটি পিন পাঠাবে। তা সংগ্রহ করে আপনাকে নতুন পিন সেট আপ করতে হবে। এভাবে আপনি বাটন ফোন থেকে উপায় একাউন্ট খুলে ফেলতে পারবেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম ধাপে ধাপে দেখুন
#১. উপায় কোড ডায়াল করুন: ডায়াল অপশন থেকে ডায়াল করুন *268# এই কোডটি।
#২. ওপারেটর থেকে এনআইডি শেয়ারের অনুমতি দিন: তারপর 1. Yes অথবা 2. No অপশন আসবে। অর্থাৎ আপনি যদি রবি অথবা গ্রামিনের ইউজার হয়ে থাকেন তবে আপনি উপায় কে তাদের কাছ থেকে আপনার এনআইডির তথ্য সংগ্রহ করার অনুমতি দিতে চাইলে Yes, না চাইলে No দিবেন। যেহেতু আপনি একাউন্ট খুলবেন, সুতরাং আপনি Yes-ই দিবেন। তাই 1 লিখে Send করুন। এতে করে আপনাকে আবার আলাদা করে কষ্ট করে আপনার এনআইডির ইনফর্মেশন প্রোভাইড করতে হবে না।
#৩. Ok প্রেস করুন: এখন আপনাকে দেখাবে “Successfully started registration process. Please wait for confirmation.” এই ম্যাসেজটি। আপনি নিচে থাকা Ok বাটনে ক্লিক করুন।
#৪. Temporary PIN সংগ্রহ করুন: এবার আপনার মোবাইলে একটি Temporary PIN পাঠাবে উপায়। এই পিনটি সংগ্রহ করে আপনাকে নতুন পিন সেট আপ করতে হবে।
#৫. আবার উপায় কোড ডায়াল করুন: ডায়াল অপশন থেকে ডায়াল করুন *268# এই কোডটি।
#৬. Enter Temporary PIN এ প্রাপ্ত পিনটি দিন: পরের ধাপে আপনাকে আপনার Temporary PIN দিতে হবে, যেটি আপনি ম্যাসেজের মাধ্যমে পেয়েছেন। পিন দিয়ে Send দিতে হবে।
#৭. Enter new PIN এ আপনার নতুন পিন দিন: এবার আপনাকে আপনার নিজের একটি নতুন পিন দিতে হবে। দিয়ে Send দিতে হবে।
#৮. Confirm new PIN এ পিনটি পূনরায় দিন: আগের বার দেয়া নতুন পিনটি পূনরায় টাইপ করুন। করা হলে Send দিন।
Send দেয়ার পর আপনাকে উপায় এর বিভিন্ন সার্ভিস এমন একটি পেজে নিয়ে আসবে। এবার আপনি চাইলে কোনো সেবা নিতে পারেন অথবা বেরও হয়ে যেতে পারেন।
সব কমপ্লিট হওয়ার পর আপনার নাম্বারে একটি ম্যাসেজ আসবে আপনার একাউন্ট খোলা কমপ্লিট হয়েছে এই ব্যাপারে। তবে এখানে আপনাকে ছবি তোলার ব্যাপারে জানানো হবে। আসলে আপনি ফেস ভেরিফিকেশন না করার আগ পর্যন্ত আপনার জন্য কিছু সার্ভিস এভেইলএবল হবে না।
বাটন ফোনে একাউন্ট খোলার ক্ষেত্রে সিমাবদ্ধতা
- আমি যখন এই আর্টিকেলটি লিখছি, তখনো কিছু অপারেটর থেকে এনআইডি সংগ্রহের যে বিষয়টি রয়েছে তা চালু হয়নি। তবে গ্রামিন ফোন, রবি, এয়ারটেল এই সিম গুলোর ক্ষেত্রে গ্রাহক উপায় একাউন্ট খোলার সময় এই সুবিধাটি পাবে। তারা সরাসরি উপায় কে অনুমতি দিতে পারবে যেন উপায় তাদের এনআইডি সিম অপারেটর থেকে সংগ্রহ করে। কিন্তু যাদের এই সুবিধা নেই তারা এখানে একাউন্ট করতে পারবেন না। পরে যখন সিমটি এই সুবিধার আওতায় আসবে তখন তা করা সম্ভব হবে।
- অপর দিকে বাটন ফোনে একাউন্ট করার পর গ্রাহক বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত গ্রাহক তার ফেস ভেরিফিকেশন সম্পন্ন করেছে। ফেস ভেরিফিকেশন করতে হবে উপায় এর মোবাইল এপ দিয়ে, নিকটস্থ এজেন্টের কাছে গিয়ে বা উপায় পয়েন্টে গিয়ে।
সিমাবদ্ধতা গুলো একনজরে দেখে নিন
Services | Limited profile | Full Profile |
---|---|---|
Cash in (BDT) | Yes, up to BDT 500 | Yes |
Cash out | Not Possible | Yes |
PzP | Not Possible | Yes |
Top up (BDT) | Cash-out | Yes |
Merchant Payment | Not Possible | Yes |
Pay Bill | Not Possible | Yes |
উপায় এপ থেকে ফেস ভেরিফিকেশন করার নিয়ম
#১. উপায় এপ ডাউনলোড করে নিন: প্রথমে প্লে-স্টোর থেকে আপনার স্মার্ট ফোনে উপায় এপ ডাউনলোড করে নিন।
#২. এপ থেকে লগইন করুন: এপ ওপেন করার পর এপের নিচে থাকা Log in অপশনে ক্লিক করুন।
#৩. উপায় কে ডিভাইস লোকেশনে এক্সেস দিন: উপায়কে আপনার ডিভাইস লোকেশনের এক্সেস দিতে “While using the app” এ ক্লিক করুন।
#৪. নাম্বার এবং পিন দিন: তারপর লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার এবং পিন দিন, যেটি আপনি আপনার বাটন মোবাইল থেকে পূর্বে তৈরি করেছিলেন। এরপর পরের ধাপে চলে যান।
#৫. ম্যাসেজ পাঠাতে এলাও দিন: উপায় যেন SMS পাঠাতে পারে, এই জন্য Allow দিন, যাতে তারা প্রয়োজনিয় তথ্য সমূহ ম্যাসেজ আকারে আপনাকে পরবর্তিতে পাঠাতে পারে।
#৬. Device Authorisation-এ Confirm দিন: আপনার সিকিউরিটি পারপাসে “Device Authorisation” অপশনে Confirm Device এ ক্লিক করুন।
#৭. OTP দিন: তারপর আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। এধাপে আপনার নাম্বারে আশা ওটিপি-টি বক্সে দিতে হবে।
#৮. মোবাইল নাম্বার আর পিন দিন: আপনার মোবাইল নাম্বার (যে নাম্বারে একাউন্ট খুলেছেন), আর আপনার পিন দিন। দেয়ার পর আপনাকে হোম পেজে নিয়ে আসবে।
#৯. হোম পেজে Account অপশনে যান: হোম পেজে নিচের দিকে একটি Account অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
#১০. একাউন্টের নামের উপর ক্লিক করুন: Account অপশনে আসার পর আপনার নিজের নাম দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
#১১. Update এ ক্লিক করুন: উপায়ের সব সার্ভিসগুলো ব্যবহার করতে Update এর উপর ক্লিক করুন।
#১২. ছবি তুলতে Proceed দিন: এধাপে ছবি তুলতে Proceed দিয়ে পরের ধাপে চলে যান।
#১৩. While using the app ক্লিক করুন: ছবি তুলার অনুমতি দিতে While using the app ক্লিক করুন।
#১৪. Allow তে ক্লিক করুন: ডিভাইসের ফটো মিডিয়াতে এক্সেস দিতে Allow দিন।
#১৫. ছবি তুলুন: ছবি তুলতে স্ক্রিনে থাকা বৃত্তের উপর আপনার ফেস ধরে রাখলে অটোমেটিক আপনার ছবি উঠে যাবে।
#১৬. ছবি কনফার্ম করুন: আপনার এই ছবি যদি পরিবর্তন করতে চান তবে Re-take দিন। আর পরিবর্তন না করতে চাইলে Confirm Picture দিয়ে পরের ধাপে চলে যান।
#১৭. আপনার Occupation ও Gender সিলেক্ট করুন: এখন আপনার সামনে অনেক গুলো Occupation আসবে। আপনি আপনার Occupation টি সিলেক্ট করুন। তারপর আপনার Gender সিলেক্ট করুন। করা হলে Proceed দিন।
#১৮. Verification Successful: আপনার একাউন্ট ভেরিফিকেশন সাকসেস হয়ে
শেষকথা
আপনি উপায় একাউন্ট খুব সহজে বাটন মোবাইল থেকে খুলে নিতে পারবেন। তবে কথা হলো এখানে বাটন মোবাইলে যেহেতু ফেস ভেরিফিকেশন সম্ভব নয়, আর ফেস ভেরিফিকেশ ছাড়া কিছু লিমিটেশন উপায় একাউন্টে থেকে থাকে, তাই এই একাউন্ট লিমিটেশন নিয়েই চালাতে হবে।
তবে আপনি যদি চান তবে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে আপনার একাউন্টের সব সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এটি করা যাবে উপায়ের মোবাইল এপ ব্যবহার করে অথবা উপায় পয়েন্ট ভিজিট করে।
প্রশ্ন এবং উত্তর
না, সব সুবিধা পাওয়া যাবে না। এখানে কিছু লিমিটেশন আছে। আপনি যদি লিমিট লেস সুবিধা পেতে চান তবে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে।
উপায়ের মোবাইল এপ ব্যবহার করে অথবা উপায় পয়েন্ট থেকে আপনার ফেস ভেরিফিকেশন করাতে পারবেন।
উপায় একাউন্টের ইউএসএসডি কোডটি হলো *268# ।
আরো পড়ুন
- উপায় একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম
- নগদ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- রকেট একাউন্ট খোলার নিয়ম