রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনি কি রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম খুজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন যেখানে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আপনি চাইলে কোড ডায়ালিং এর মাধ্যমে আপনার রূপালী ব্যাংক একাউন্ট একাউন্ট চেক করতে পারবেন। অথবা এপ Rupali Bank SureCash ব্যবহারের মাধ্যমেও তা করা সম্ভব। সুতরাং কি কি উপায়ে আপনি রূপালী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন তা এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
Table of Contents
যে উপায়ে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন
আপনি একাধিক উপায়ে আপনার রুপালী ব্যাংক একাউন্টি চেক করে নিতে পারবেন। কয়টি উপায়ে আপনি তা করতে পারবেন নিচে তা দেয়া হলো:
- ব্যাংক ভিজিট করে।
- মোবাইল এপের মাধ্যমে।
- কোড ডায়ালের মাধ্যমে।
আরো পড়ুন- রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
কোড ডায়ালে রূপালী ব্যাংক একাউন্ট চেক করা
কোড ডায়াল করে আপনি খুব সহজে আপনার একাউন্ট ব্যালেন্স জানতে পারবেন। এর জন্য চলে যান আপনার কলিং অপশনে। সেখান থেকে ডায়াল করুন *459# এবং এত ডায়াল করুন। তারপর আপনার সামনে নাম্বার দিয়ে কিছু অপশন আসবে, যার মধ্যে আপনাকে বেছে নিতে হবে 5 নং My account অপশন। 5 লিখে সেন্ড করুন।
তারপর আপনার সামনে আবার অনেকগুলো অপশন চলে আসবে, তার মধ্যে 1 নং Check balance অপশনটি বেছে নিন। 1 লিখে সেন্ড করুন। এখন আপনার কাছ থেকে আপনার পিন সম্পর্কে জিঙ্গেস করা হবে। আপনি আপনার পিনটি সেখানে টাইপ করবেন। অবশেষে আপনার ব্যালেন্স আপনাকে দেখানো হবে।
পুরো প্রকৃয়াটি এক নজরে দেখে নিন: *459# >> 5 (My account) >> 1 (Check balance) >> Pin >> Balance Show.
এপে একাউন্ট চেক করা
গুগল প্লে-স্টোর থেকে Rupali Bank SureCash নামে এপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনি চাইলে এটিতে আপনার সুবিধা অনুযায়ি লেংগুয়েজ বাংলা বা ইংলিশ সিলেক্ট করতে পারবেন। এখন আপনি যদি একাউন্ট চেক করতে চান তবে আপনাকে অবশ্যই মোবাইল ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করা থাকতে হবে।
ব্যাংকে একাউন্ট করার সময় যদি করে থাকেন তবে ব্যাংক আপনাকে একটি ওয়ালেট নাম্বার এবং একটি পিন দেয় যা আপনাকে এখানে লগইন করার জন্য ব্যবহার করতে হবে। নয়তো এখানে মোবাইল ব্যাংকিং এর একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একটি অপশন দিয়ে দিবে।
যদি আপনার নতুন একাউন্ট করার প্রয়োজন হয় তবে তা করে নিন। নিচে দেখানো ভিডিও থেকে একাউন্ট করার বিষয়ে ধারনা নিতে পারবেন।
আপনার একাউন্ট যদি রেডি হয়ে যায় এবং একাউন্টে লগ ইন সম্পন্ন হয় তবে এখন আপনি এপসটির হোম পেজে চলে আসুন। এখানে আসলে আপনি রুপালী ব্যাংক ব্যালেন্স চেক করার অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনার একাউন্টটি আপনি চেক করে নিতে পারবেন।
ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক করা
আপনার কাছে যদি অন্য নিয়ম গুলো কঠিন মনে হয় তবে আপনি এই উপায়ে আপনার ব্যালেন্স জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে রুপালী ব্যাংকে চলে যেতে হবে। রুপালী ব্যাংকে এসে আপনি আপনার একাউন্ট নাম্বার দিলে তারা আপনাকে আপনার একাউন্ট চেক করিয়ে দিবে।
আরো পড়ুন- অনলাইন ব্যাংকিং |
শেষকথা
বাংলাদেশে কয়েকটি সরকারি ব্যাংকের মধ্যে রূপালী ব্যাংক একটি। আপনার যদি এই ব্যাংকে একটি একাউন্ট থাকে তবে আপনি ঘরে বসেও এর বেশ কিছু সুবিধা পেতে পারেন। যেমন ধরুন আপনি ঘরে বসেও আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। এটি করতে পারবেন রূপালী ব্যাংকের মোবাইল এপ ব্যবহার করে। আবার এসএমএস করেও তা জানতে পারবেন।
অন্যান্য পোস্ট গুলো পড়ুন
ক্যাটাগরিতে যান | অন্যান্য ব্যাংকের একাউন্ট চেক |
হোমে যান | bankline |