প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি কি প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম খুজছেন? এখানে আমি প্রাইম ব্যাংকের একাউন্ট করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, যা আপনার জন্য দরকারী হতে পারে।
প্রাইম ব্যাংকে বিভিন্ন প্রকার একাউন্ট করার সুবিধা আছে। তবে এই পোস্টে আমি প্রাইম ব্যাংক সেভিংস একাউন্ট নিয়ে আলোচনা করেছি। সেই সাথে আপনি কিভাবে এই একাউন্ট অনলাইনে করতে পারবেন অর্থাৎ Prime bank digi savings account নিয়েও আলোচনা করেছি।
তাহলে চলুন দেখে নেয়া যাক প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম কি তা এবং এই ব্যাংক একাউন্ট খোলার সাথে সম্পর্কিত আপনাদের সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করবো পোস্টের একদম শেষে।
Table of Contents
প্রাইম ব্যাংকে একাউন্ট করার সুবিধা
- অ্যাকাউন্ট খোলার ব্যালেন্স মাত্র 500 টাকা।
- চেক-বুক সুবিধা
- ডেবিট কার্ড সুবিধা
- সমস্ত প্রাইম ব্যাংকের এটিএম-এ এটিএম থেকে প্রতিদিন 100,000 টাকা পর্যন্ত তোলার সীমা।
- বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
- ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ এবং তাত্ক্ষণিক তহবিল স্থানান্তর (প্রাইম ব্যাংক এবং অন্যান্য ব্যাংক)।
- সহজ বিল পেমেন্ট (ক্রেডিট কার্ড, বৈদ্যুতিক বিল এবং বীমা প্রিমিয়াম)।
- মোবাইল রিচার্জ করার সুবিধা।
- লকার সুবিধা পাওয়া।
- RTGS, BEFTN এবং ই-কমার্স সুবিধা।
- বিনামূল্যে মাসিক ই-স্টেটমেন্ট।
- স্থায়ী নির্দেশের ব্যবস্থায় তহবিল স্থানান্তর।
- 24/7 কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারার সুবিধা।
প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রাইম ব্যাংক সেভিংস একাউন্ট
প্রাইম ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টে চূড়ান্ত আস্থা, নিরাপত্তা এবং অনেক সুবিধা দিবে আপনাকে। ১৮ বছর বা তার বেশি বয়সের যেকোনো বাংলাদেশি নাগরিক এটি খুলতে পারেন।
একাউন্ট করতে যা যা লাগবে
- অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরণ করতে হবে।
- অ্যাকাউন্টের মালিক যারা বা যারা অ্যাকাউন্ট পরিচালনা করবেন তাদের স্ব-প্রত্যয়িত সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের দু-কপি ছবি।
- নমিনির সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি (অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা প্রত্যয়িত) এবং নমিনির ফটো আইডির এক কপি
- বৈধ NID/পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। যদি কোন এনআইডি পাওয়া না যায়, তাহলে একজন পিবিএল অ্যাকাউন্ট হোল্ডারের (বৈধ NID সহ) পরিচয় প্রয়োজন।
- ই-টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
- অ্যাকাউন্ট হোল্ডার আয়ের প্রমাণ নথি।
- বর্তমান আবাসিক ঠিকানা সম্পর্কিত ইউটিলিটি বিলের সাম্প্রতিক কপি (দুই মাসের বেশি পুরানো নয়)।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
একাউন্ট খুলতে যা করবেন
আপনার নিকটস্থ প্রাইম ব্যাংকে চলে যান সকল ডকুমেন্ট গুলো সাথে নিয়ে। প্রাইম ব্যাংকের শাখায় গেলে তারা আপনাকে একটি একাউন্ট করার জন্য এবং ফর্ম পূরন করতে সবরকম সাহায্য করবে। ফর্মটি পূরণ হলে আপনি তা ব্যাংকে আপনার ডকুমেন্টস সহ জমা করে দিন। এরপর তারা সময় নিয়ে আপনার একাউন্ট ওপেন করে দিবে।
যৌথ একাউন্ট খোলার ক্ষেত্রে পড়ুন যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
অনলাইনে প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
Prime bank digital savings account
ডিজিটাল অ্যাকাউন্ট খোলার ফর্ম (ডিজিটাল AOF) জমা দেওয়ার জন্য, আপনাকে নিম্নলিখিত পূর্ব শর্তগুলি পূরণ করতে হবে:
শর্তসমূহ:
- বাংলাদেশে প্রযোজ্য আইন অনুযায়ী চুক্তি করার ক্ষমতাসম্পন্ন প্রাইম ব্যাংক শাখার নিয়ন্ত্রণ এলাকায় বর্তমানে বসবাসকারী বাংলাদেশী নাগরিকরা।
- 18 বছরের বেশি বয়সী।
- একটি বৈধ জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে।
- আপনার নামে নিবন্ধিত একটি বৈধ এবং সক্রিয় স্থানীয় মোবাইল নম্বর থাকতে হবে।
- আপনার নামে একটি সক্রিয় ই-মেইল আইডি থাকতে হবে।
- (মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি) ব্রাউজারগুলির সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে।
Prime bank digi account opening
প্রাইম ব্যাংকের একাউন্ট করার জন্য আপনাকে তাদের ওয়েব সাইট ভিজিট করতে হবে। এই সাইটে ভিজিট করলে নিচে দেখানো পেজটি আপনার সামনে ওপেন হবে।
একাউন্ট খোলার প্রকৃয়া শুরু করার জন্য “Terms & Conditions” এর পাশে থাকা বক্সটিতে টিক দিয়ে পাশে থাকা “Agreed & Continue” তে ক্লিক করুন। তারপর সেখানে থাকা প্রকৃয়া পর্যায়ক্রমে অনুসরণ করুন।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রাইম ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
প্রাইম ব্যাংকের একাউন্ট যেসব উপায়ে চেক করতে পারবেন তা হলো:
- ব্যাংকের এপ ব্যবহার করে।
- এসএমএস এর মাধ্যমে।
- ব্যাংকে যোগাযোগ করে।
এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন- প্রাইম ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম দেখুন
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |
He ami akta acaond kote sai