কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

আপনি কি কৃষি ব্যাংকে থাকা আপনার একাউন্টির ব্যালেন্স চেক করতে চাচ্ছেন? আসুন আপনাকে দেখাই আপনি তা কোন কোন উপায়ে করতে পারবেন।

ADVERTISEMENT

আপনার যদি কৃষি ব্যাংকে একাউন্ট থেকে থাকে, আর আপনি যদি আপনার একাউন্টের ব্যালেন্স জানতে চান, তবে কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম অনুসরণ করে আপনি আপনার ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। এটি করার জন্য একাধিক নিয়ম আছে। আপনার জন্য যেটি সহজ মনে হয়, সে উপায়ে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত এই ব্যাংক মূলত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা মাথায় রেখে তাদের কার্যক্রম শুরু করে। কৃষকরা যেন তাদের কাজের সুবিধার্থে ছোট বড় লোন নিতে পারে এবং তাদের সুবিধা মতো তা শোধ করতে পারে এটাই ব্যাংকের লক্ষ। বর্তমানে বাংলাদেশে তাদের প্রায় ১০৩৮ টি অনলাইন শাখা বিদ্যমান।

ADVERTISEMENT

যাই হোক, আজকের এই পোস্টে আলোচনা করা হয়েছে কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম। এখানে একাধিক নিয়ম নিয়ে কথা বলা হয়েছে। আপনার জন্য যেটি সুবিধাজনক মনে হয় সেটিই আপনি ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।

কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম গুলো

আপনি একাধিক উপায় অনুসরণ করে কৃষি ব্যাংকে থাকা আপনার একাউন্টি চেক করতে পারবেন। এর মধ্যে যে নিয়ম আপনার জন্য উপযুক্ত মনে হবে, সেটি গ্রহণ করুন।

ADVERTISEMENT

একাউন্ট চেক করতে পারবেন সরাসরি ব্যাংকে ভিজিট করে। এখানে ব্যাংক আপনাকে সহজেই জানিয়ে দিবে আপনার ব্যালেন্স কতো। তবে আপনি যদি কষ্ট করে ব্যাংকে যেতে না চান তবে আপনার জন্য ভালো হবে এসএমএস ব্যাংকিং সিস্টেম। নির্দিষ্ট নিয়মে এসএমএস করলে তারা আপনাকে ব্যালেন্স জানিয়ে এসএমএস করবে। আবার আপনার কাছে যদি ATM কার্ড থাকে তাহলে আপনি CTM ম্যাশিনে কার্ড দিয়ে, পিন দিয়ে, ”ব্যালেন্স অনুসন্ধান” বাটন থেকে চেক করতে পারবেন।

এখানে কৃষি ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম গুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে। নিচে এদের বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। এখন আসুন নিয়ম গুলো এক নজরে দেখে নেয়া যাক।

  • সরাসরি ব্যাংক ভিজিট করে।
  • এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে।
  • এটিএম বুথ থেকে।

ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক করার নিয়ম

আপনার একাউন্ট সবচেয়ে সহজে চেক করতে পারবেন ব্যাংক ভিজিট করার মাধ্যমে। আপনি আপনার একাউন্ট নাম্বার নিয়ে যদি ব্যাংকে গিয়ে আপনার একাউন্ট সম্পর্কে বা আপনার ব্যালেন্স সম্পর্কে জানতে চান, তবে তারা আপনাকে অবশ্যই তা জানাবে।

ADVERTISEMENT

ব্যাংকে গিয়ে নির্দিষ্ট হেল্প ডেক্সটি খুজে নিন। তারপর সেখানে গিয়ে শুধু বলুন যে আপনি ব্যালেন্স সম্পর্কে জানতে চান। তারা আপনার কাছ থেকে একাউন্ট নাম্বার নিয়ে তারপর কিছুক্ষনের মধ্যে আপনার একাউন্টে কতো আছে তা দেখে বলে দিবে। এখানে আপনার এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না। শুধু একটু কষ্ট করে ব্যাংকে যেতে হবে।

এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে ব্যালেন্স চেক

এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে কৃষি ব্যাংকে থাকা আপনার একাউন্টি চেক করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ব্যাংকে প্রথমে এসএমএস ব্যাংকিং এর জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে। ব্যাংকে যোগযোগ করে আপনি তা করে নিতে পারবেন। এসএমএস ব্যাংকিং এর জন্য রেজিস্ট্রেশন করে নিলে ব্যাংক কতৃক আপনাদের নিয়মিত একাউন্টের আপডেট জানানো হবে।

এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। প্রতি লেনদেনের পর আপনাকে আপনার ব্যালেন্স সম্পর্কে জানিয়ে দেয়া হবে। তবে কথা হচ্ছে এখানে এই সার্ভিসটি চালু করলে আপনার এক্সট্রা চার্জ গুনতে হবে।

ADVERTISEMENT

এটিএম বুথ থেকে ব্যালেন্স দেখার নিয়ম

বুথে গেলে আপনি আপনার একাউন্ট ব্যালন্স দেখে নিতে পারবেন। এর জন্য আপনার অবশ্যই ডেবিট কার্ড, মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকতে হবে।

কার্ডটি বুথে দেয়ার পরেই একাউন্ট সংক্রান্ত যাবতীয় বিষয় জানার জন্য আপনাকে অপশন দেখানো শুরু করবে। সেখান থেকে ব্যালেন্স দেখার অপশন সিলেক্ট করে আপনি আপনার ব্যালেন্স দেখে নিতে পারবেন। ATM থেকে ব্যালেন্স দেখতে করণিয় স্টেপ গুলো নিচে পর্যায়ক্রমে দেয়া হলো।

  • প্রথমে একটি ATM বুথ খুজে নিয়ে সেখানে প্রবেশ করুন।
  • তারপর আপনার কার্ডটির সিমের মতো অংশ উপরে তুলে তা সামনের দিকে রেখে ATM ম্যাশিনে প্রবেশ করান।
  • এখন স্ক্রিনে লক্ষ করলে দেখবেন যে সেখানে পিন দিতে বলছে, ঠিক জায়গায় পিনটি দিন।
  • এরপর ব্যালেন্স/ স্টেটমেন্ট অপশনের পাশে থাকা বাটনে ক্লিক করুন।
  • পরের ধাপে ”ব্যালেন্স অনুসন্ধান” নামে একটি অপশন দেখতে পাবেন, সে বরাবর বাটনে ক্লিক করুন।
  • তারপর আপনাকে জিঙ্গেস করবে, রশিদ চান কিনা। হ্যাঁ অথবা না দিন। হ্যাঁ দিলে এর জন্য চার্জ প্রজোয্য হবে।
  • সবশেষে আপনাকে আপনার ব্যালেন্স দেখানো হবে।

শেষকথা

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংক মূলত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা করে প্রতিষ্ঠিত হয়। এখানে কৃষকদের তাদের কাজের সুবিধার্থে ছোট বড় লোন দেয়া হয়, যেমন: আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য লোন, শস্য লোন, প্রাণিসম্পদ খাতে লোন, মাছ চাষের জন্য লোন ইত্যাদি। পরে তাদের সুবিধা মতো তা শোধ করতে পারার সুযোগও দেয়া হয়।

কৃষি প্রধান বাংলাদেশের কৃষরাই পারে দেশকে খাদ্যে সয়ংসম্পন্ন করে গড়ে তুলতে। তাই তাদের সহযোগিতার মাধ্যমে দেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

ADVERTISEMENT

প্রশ্ন এবং উত্তর

কৃষি ব্যাংকের একাউন্ট ব্যালেন্স অনলাইনে চেক করার কোনো অপশন কি আছে?

এই পোস্টি যখন লিখা হচ্ছে, তখন পর্যন্ত কৃষি ব্যাংকের ব্যালেন্স অনলাইনে চেক করার কোনো অপশন নেই। তাদের অনলাইন সিস্টেমও খুব একটা আপডেট নয় এই সেবা গুলো দেয়ার মতো।

এসএমএস সার্ভিস কিভাবে চালু করবো?

আপনি যদি আপনার নিকটস্থ ব্যাংকের ব্র্যাঞ্চে চলে যান এবং তাদের এব্যাপারে বলেন, তবে তারা এর জন্য প্রয়োজনিয় পদক্ষেপ নিবে এবং আপনার এসএমএস সার্ভিস চালু করে দিবে।

ব্যাংক একাউন্ট চেক করা নিয়ে আরো পড়ুন

ব্যালেন্স চেকব্যাংকের ব্যালেন্স চেক করার নিয়ম
ব্যাংক একাউন্টব্যাংক একাউন্ট খোলার নিয়ম
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *