সহজে ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম
আপনি কি ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম খুজছেন? এই পোস্টে আমি শেয়ার করেছি আপনি কি কি উপায়ে আপনার একাউন্টটিতে ব্যালেন্স কতো আছে তা জানতে পারবেন।
ব্যাংক এশিয়ার একাউন্ট চেক বা Bank Asia account check করার জন্য এই ব্যাংক বেশ কয়েকটি উপায় তাদের গ্রাহকদের জন্য উন্মুক্ত রেখেছে যাতে তাদের গ্রাহক যেভাবে সাচ্ছন্দ বোধ করে সেভাবে তাদের একাউন্ট চেক করতে পারে।
যাই হোক, চলুন দেখে নেয়া যাক ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম এবং এর মধ্যে কোন প্রকৃয়াটি তুলনা মূলক সহজ তাও দেখে নেয়া যাক।
Table of Contents
ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার উপায়গুলো
আপনার যদি ব্যাংক এশিয়ায় একাউন্ট খোলা থাকে এবং আপনি একাউন্ট চেক করতে চান তবে আপনি বিভিন্ন উপায়ে আপনার ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
নিচে আমি কয়েকটি উপায়ের কথা বলবো যার মধ্যে আপনার যে প্রকৃয়া সহজ মনে হবে আপনি সেই প্রকৃয়ায় আপনার একাউন্টটি চেক করতে পারবেন। চলুন প্রকৃয়া গুলো দেখে নেয়া যাক।
প্রকৃয়া গুলো হলো:
1. | ব্যাংকের মোবাইল এপ ব্যবহার করে। |
2. | ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। |
3. | এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে। |
4. | সরাসরি ব্যাংক ভিজিট করে। |
ব্যাংকের মোবাইল এপ ব্যবহার করে একাউন্ট চেক
ব্যাংক এশিয়ার একটি নিজস্ব মোবাইল এপ আছে যার মাধ্যমে তারা তাদের গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তেমনি একটি সুবিধা হচ্ছে আপনি চাইলে আপনার একাউন্ট ব্যালেন্স এই এপ থেকে চেক করতে পারবেন।
তাদের এপটির নাম হচ্ছে ”ব্যাংক এশিয়া স্মার্ট এপ বা Bank Asia SMART app”। এই এপটি আপনারা প্লে-স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড হয়ে গেলে আপনাকে তাতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এপে প্রবেশ করার পর আপনার সামনে যে পেজটি আসবে তার নিচের দিকে “Register here” লিখা থাকবে। সেখানে ক্লিক করুন।
এপে রেজিস্ট্রেশন করার পর আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যা ব্যবহার করে আপনাকে এপে লগ ইন করতে হবে। মনে রাখবেন যে আপনার মোবাইল সেট পরিবর্তন করা হলে এই রেজিস্ট্রেশন পূনরায় করতে হবে।
লগ ইন সম্পন্ন হলে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনি প্রথমেই আপনার কাঙ্খিত অপশনটি দেখতে পাবেন। এখানে “A/C Balance” নামে একটি অপশন পাবেন যেখানে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন।
ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একাউন্ট চেক
ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনি ব্যালেন্স চেক করতে চান তবে আপনাকে আগে ব্যাংক এশিয়ার ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন করলে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েব সাইটে লগ ইন করার পর আপনাকে প্রথমবার আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হবে।
নতুন করে আপনার পাসওয়ার্ড দেয়ার পর সাবমিট করলেই আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে একাউন্ট চেক
আপনার কাছে যদি ইন্টারনেটে এক্সেস কম থাকে বা আপনি যদি অন্য নিয়ম গুলো ঝামেলা মনে করেন, তবে আপনার জন্য বিকল্প হতে পারে ব্যাংক এশিয়ার এসএমএস ব্যাংকিং।
আপনার ব্যাংক একাউন্ট খোলার সময় যে নাম্বারটি আপনি ব্যাংকে দিয়েছেন সে নাম্বার থেকেে এসএমএস করতে হবে। এসএমএস করার জন্য আপনার মোবাইলের এসএমএস অপশনে চলে যেতে হবে।
এসএমএস অপশন থেকে আপনাকে টাইপ করতে হবে ACC {PIN Code} {Source A/C} [Optional e-mail] [Optional starting tran. date] [Optional ending trans. date] এবং পাঠাতে হবে 6969 নাম্বারে।
{PIN Code}: আপনার একাউন্টে একটি পিন কোড থাকবে যেটি আপনাকে আপনার এসএমএস ব্যাংকিংয়ের বীপরিতে ব্যাংক থেকে দেয়া হবে, যা PIN Code লেখা জায়গাটিতে বসাতে হবে।
{Source A/C}: এই জায়গায় আপনার একাউন্ট নাম্বারটি বসাতে হবে।
[Optional e-mail]: আপনার একটি মেইল আইডি থেকে থাকলে আপনি আপনার মেইলটি এখানে লিথতে পারেন। তবে এটি অপশনাল।
[Optional starting tran. date]: আপনার ট্রানজেক্সনের শুরুর ডেটটি লিখতে পারেন। না লিখলেও কোনো সমস্যা নেই।
[Optional ending trans. date]: আপনার শেষ ট্রানজেকশনের ডেটটি লিখতে হবে। না লিখলেও কোনো সমস্যা নেই।
সরাসরি ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক
যাদের কাছে উপরের সবগুলো উপায়ই ঝামেলার মনে হয় তাদের কাছে লাস্ট যে অপশনটি তাদের একাউন্ট চেক করার জন্য থাকে তা হলো ব্যাংকের ব্রাঞ্চ ভিজিট করা।
সাথে করে ব্যাংক একাউন্ট নাম্বারটি নিয়ে যদি কেউ ব্যাংকের ব্রাঞ্চে চলে যায় এবং সেখানে গিয়ে বললে তারা তার একাউন্ট ব্যালেন্স কতো আছে তা বলে দিবে।
কিভাবে অ্যাকাউন্ট চেক করবেন ভিডিওটি দেখুন
অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন
1. ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম |
2. সোনালী ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম |
3. ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম |
এবং অন্যান্য ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম দেখুন।
<<বাংলাদেশে অনলাইন ব্যাংকিং সম্পর্কে আরো পড়ুন।>>