বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম জেনে নিন
আপনার বিকাশ একাউন্টের পিন পরিবর্তন করতে চাচ্ছেন? জেনে নিন সহজে বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম, কাস্টমার কেয়ারে কল না করেই। এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের bkash পিন পরিবর্তনের প্রয়োজন হয়। বিশেষ করে যেহেতু নিরাপত্তার বিষয় এর সাথে জরিত, তাই এই বিষয় নিয়ে আমাদের একটু বাড়তি চিন্তা। তাই আমাদের বিকাশ পিন পরিবর্তনের নিয়ম জেনে রাখা উচিত।
আসলে বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম কঠিন কিছু নয়। আপনি চাইলে সহজেই আপনার পিনটি পরিবর্তন করে নিতে পারবেন যদি আপনার পূর্বের পিন মনে থাকে। আর যদি আগের পিন মনে না থাকে তবে আপনার প্রয়োজন বিকাশ পিন রিসেট করা। এখন কিভাবে পিন পরিবর্তন করবেন চলুন তা দেখে নেয়া যাক।
Table of Contents
বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম
আপনার বিকাশের পিন পরিবর্তন করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে বিকাশের ইউএসএসডি কোড ডায়াল করে My bkash থেকে Change PIN অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর আপনার পুরোনো পিন দিয়ে এবং নতুন পিন দিয়ে Send করলেই আপনার বিকাশের পিন পরিবর্তন হয়ে যাবে।
পিন পরিবর্তন করার নিয়ম ধারাবাহিক ভাবে দেখে নিন
ধাপ ১: বিকাশের ইউএসএসডি কোডটি ডায়াল করুন: প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে ডায়াল করুন বিকাশের কোড *247# তে।
ধাপ ২: My bkash সিলেক্ট করুন: কোড ডায়ালের পর 10 টির মতো অপশন দেখতে পাবেন। তার মধ্যে 9 নাম্বারে থাকা My bkash অপশনটি সিলেক্ট করতে 9 লিখে সেন্ড দিন।
ধাপ ৩: Change PIN সিলেক্ট করুন: পরের ধাপে আপনার পিন পরিবর্তনের জন্য 3 নাম্বারে থাক Change PIN অপশনটি সিলেক্ট করতে 3 লিখে সেন্ড দিন।
ধাপ ৪: পূরোনো পিনটি দিন: এধাপে আপনার আগের ব্যবহার করা পিনটি দিন। দিয়ে সেন্ড দিন।
ধাপ ৫: নতুন পিনটি দিন: পূরোনো পিন দেয়ার পরের ধাপে আপনাকে আপনার নতুন যে পিনটি দিতে চাচ্ছেন তা দিতে হবে। দেয়া হলে সেন্ড দিন।
আপনার পিন পরিবর্তন সফল হয়েছে। এখন আপনি আপনার নতুন পিন দিয়ে আপনার বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারবেন।
বিকাশ পিন পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম
বিকাশের পিন পরিবর্তনের ক্ষেত্রে কিছু সতর্কতা মাথায় রাখতে হবে। এই সতর্কতা গুলো হলো:
- ধারাবাহিক বা একই ডিজিটের সংখ্যা, যেমন: 12345, 34567, 54321, 11111, 00000 ইত্যাদি সংখ্যা পিন হিসেবে ব্যবহার করা যাবে না।
- বিকাশ পিন অবশ্যই ৫ ডিজিটের হতে হবে।
- পিন হিসেবে শুধু সংখ্যাই ব্যবহার করা যাবে।
- পিন সেট করার ক্ষেত্রে প্রথম সংখ্যাটি শূন্য (০) দেওয়া যাবে না।
- নতুন পিন সেট করার সময় সর্বশেষ ব্যবহৃত তিনটি পিন ব্যবহার করা যাবে না।
- আট ঘণ্টার মধ্যে একাধিক বার বিকাশ পিন পরিবর্তন করা যাবে না।
আরো বিস্তারিত জানতে পড়ুন Bkash account
বিকাশের পিন ভুলে গেলে পিন পরিবর্তনে করণীয় (সংক্ষেপে)
bkash এর পিন ভুলে গেলে তা এখন ঘরে বসেই রিসেট করা সম্ভব বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা ছাড়াই। তবে আপনার সাথে আপনার কিছু প্রয়োজনিয় জিনিস থাকতে হবে, যেমন: এনআইডি ও আপনার বিকাশ সিম। চাইলে কোড ডায়াল করে অথবা বিকাশ মোবাইল এপ থেকেই আপনি আপনার বিকাশ পিন রিসেট করে নিতে পারবেন।
আরো পড়ুন- বিকাশ পিন রিসেট করার নিয়ম
শেষকথা
বিকাশের ইউএসএসডি কোড ডায়াল করে খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে ঘরে বসেই বিকাশের পিন পরিবর্তন করে নিতে পারবেন। এটি খুব একটা কঠিন কিছু নয়। তবে পিন পরিবর্তনের সময় বিকাশ পিন সেট করার যে নিয়ম গুলো তা মেনে চলুন। এই নিয়ম গুলো বিকাশ আপনার নিরাপত্তার কথা বিবেচনা করেই দিয়েছে।
বিকাশের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় দেখুন
- বিকাশ একাউন্ট কার নামে আছে তা যেভাবে দেখবেন
- সহজে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
- বিকাশ সিম হারিয়ে গেলে করণীয় কি জেনে নিন
- বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম
- বিকাশ একাউন্ট চেক করার নিয়ম
- বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম