ইসলামী ব্যাংকে চাকরির যোগ্যতা যা চাওয়া হয়
ইসলামী ব্যাংকে চাকরি করা কি আপনার স্বপ্ন? যেনে নিন ইসলামী ব্যাংকে চাকরির যোগ্যতা কি লাগে।
সচরাচর আমরা এই প্রশ্নে অনেক সময় আটকে থাকি যে ব্যাংকে চাকরি হালাল না হারাম। যদিও নরমাল সুদি ব্যাংকের ক্ষেত্রে এটা অনেকে হারাম বলে থাকেন। তবে ইসলামী ব্যাংকের ব্যাপারে অনেক আলেমগণ পজেটিভ কথা বলে থাকেন। একারণে অনেকের স্বপ্ন থাকে ব্যাংকে চাকরি করলে অবশ্যই ইসলামী ব্যাংকেই চাকরি করবেন।
যাই হোক, এই পোস্টে আমরা দেখবো চাকরি পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে চাকরির যোগ্যতা কি চাওয়া হয়। যা আপনাদের এই ব্যাংকে চাকরির ব্যাপারে কিছুটা হলেও সহযোগিতা করবে আশা করছি। চলুন তাহলে শুরু করি।
ইসলামী ব্যাংকে চাকরি করতে কী যোগ্যতা লাগে?
ইসলামী ব্যাংক একটি বেসরকারি ব্যাংক। আর অন্যান্য বেসরকারি ব্যাংকে চাকরি করতে যে যোগ্যতা দেখা হয়, সচরাচর ইসলামী ব্যাংকে চাকরি করতেও একই যোগ্যতা দেখা হয়ে থাকে।
তবে চাকরির যোগ্যতার ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোর সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। বেসরকারি ব্যাংকগুলোতে সচরাচর শর্টলিস্টের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে পরীক্ষার সুযোগ দেয়া হয়।
কিছু কিছু ব্যাংকে আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে চাওয়া হয় এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রেই জিপিএ 5 এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ সর্বোনিন্ম 3.50 চাওয়া হয়। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান এবং পঠিত বিষয়ও মূখ্য হিসেবে বিবেচিত হয়। তবে পোস্ট এবং ব্যাংক ভেদে অনেক সময় এসব প্রাথমিক যোগ্যতা শিথিল করা হয়ে থাকে।
ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য ভালো শিক্ষাগত রেকর্ড থাকতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় এসব পদে। ইসলামী ব্যাংকের চাকরির জন্য ধার্মিক ব্যাক্তি কিছুটা সুবিধা পেতে পারেন। তাই দাড়ি রাখলে ভালো হয়। ইন্টারভিউয়ের সময় বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে।
জুনিয়র অফিসার বা ক্যাশ অফিসার, এসব পদে তদবির একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। পরিচালকদের আত্মীয় স্বজনরা অগ্রাধিকার পায় এখানে।
আরো পড়ুন- বেসরকারি বা সরকারি ব্যাংকে চাকরির যোগ্যতা
ক্যাটাগরিতে যান | ইসলামী ব্যাংক |
হোমে যান | bankline |