সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সমূহ

সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের বৃহত্তম মালিকানাধীন বাণিজ্যিক রাষ্ট্রীয় ব্যাংক, যেটি তার ব্যবহারকারীদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম সহজ করার কথা বিবেচনায় নিয়ে ”সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং পরিষেবা বা Sonali bank online banking services” চালু করেছে।

ADVERTISEMENT

তারা অনলাইনে যে সব সুবিধা দেয় তার মধ্যে একটি হল সোনালী ব্যাংক অনলাইন একাউন্ট খোলার সুবিধা। এছাড়াও সোনালি ব্যাংক অনলাইন একাউন্ট চেক করতে পারবেন এই প্রকৃয়ায়। এছাড়াও আরো বেশ কিছু সুবীধাতো আছেই।

যাইহোক, সোনালী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সুবিধা কী কী এবং সেগুলিতে অ্যাক্সেস পাওয়ার জন্য কোন ধাপগুলো অনুসরণ করতে হবে, সেই সাথে কি কি ডকুমেন্ট এবং অন্যকিছু দরকার হতে পারে তা নিয়ে আমি আজকের এই পোস্টটি সাজিয়েছি।

ADVERTISEMENT

তাছাড়া Sonali bank online banking সম্পর্কে শেষের ”প্রশ্ন এবং উত্তর” সেকশনে আপনার অতিরিক্ত কিছু সমস্যার সমাধান পেতে পারেন।

Table of Contents

সোনালী ব্যাংক অনলাইন সেবা সমূহ বিস্তারিত

Sonali Bank online banking

ব্যবহারকারীরা যাতে ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকে না গিয়ে ব্যাংকিং সেবা পেতে পারে সে জন্য সোনালী ব্যাংক তাদের কার্যক্রম অনলাইনে চালু করেছে। এর মধ্যে দুটি মোবাইল অ্যাপ চালু করেছে তারা, যেখানে তাদের সেবা সমূহ সুসজ্জিত ভাবে রাখা হয়েছে। অ্যাপসগুলি হল “Sonali e-Wallet, ও Sonali e-Sheba“।

ADVERTISEMENT

Sonali e-Wallet

Sonali Bank e Wallet অনলাইন সেবা

ই-ওয়ালেটে ইতিমধ্যেই বেশ কিছু সুবিধা পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে আরও কিছু যোগ করা হবে।
  • ওয়ালেটে টাকা যোগ করা।
  • BEFTN এর মাধ্যমে অন্য ব্যাংকের একাউন্টে ফান্ড ট্রান্সফার।
  • ওয়ালেট থেকে অন্য একাউন্ট (সোনালী ব্যাংক) টাকা ট্রান্সফার।
  • একাউন্ট থেকে একাউন্ট (সোনালী ব্যাংক) টাকা ট্রান্সফার।
  • একাউন্ট থেকে ওয়ালেটে টাকা ট্রান্সফার।
  • মোবাইল টপ-আপ।
  • সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড যোগ করা।
  • ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা।

Sonali e-Sheba

সোনালী ই-সেবা এপ্সের অনলাইন সেবা সমূহ

  • একটি ব্যাংক একাউন্ট খোলা।
  • বুয়েটের ফি।
  • আয়কর প্রধান।
  • একাদশ ভর্তি ফি।
  • ভ্রমণ টেক্স.
  • রিমিট কোয়েরি।

সোনালী ব্যাংক ই-ওয়ালেট রেজিস্ট্রেশন প্রক্রিয়া

প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। আর হ্যাঁ, আপনার একটি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে।

আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে আপনি Sonali e-sheba অ্যাপ থেকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ঘরে বসে। এগুলো নিশ্চিত করার পর নিচের চিত্রের ধাপগুলো অনুসরণ করুন।

সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সমূহ | Sonali bank online banking service

ADVERTISEMENT

সোনালী ই-ওয়ালেট সম্পর্কে আরও জানতে, সোনালী ই-ওয়ালেট ব্যবহারকারীর ম্যানুয়াল দেখুন।

বিশেষ দ্রষ্টব্যঃ

উপরের প্রক্রিয়াটি বাড়ি থেকে করতে পারবেন। তবে এই প্রক্রিয়ায় অ্যাকাউন্টটি তিন মাসের জন্য সচল থাকবে।

ADVERTISEMENT

সেই সময়ে, আপনাকে অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে এবং ছবি, স্বাক্ষর, মনোনীত ব্যক্তির তথ্য ( মানে আপনার নমিনি ) এবং একটি সফ্ট কপি হিসাবে অনলাইন অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে দেওয়া ডকুমেন্টের একটি মুদ্রিত অনুলিপি জমা দিতে হবে। অন্যথায়, অ্যাকাউন্ট স্থগিত করা হবে এই সময় শেষ হওয়ার পর।

আরো পড়ুন- লাভজনক স্থায়ী আমানত

সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং নিয়ে প্রশ্ন এবং উত্তর

সোনালী ব্যাংক কি অনলাইন?

যেহেতু সোনালী ব্যাংক অনলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তাদের কাস্টমাররা তাদের রেগুলার ব্যাংকিং কার্যক্রম অনলাইনে পরিচালনা করতে পারে, তাই এটা বলাই যায় যে সোনালী ব্যাংক অনলাইন বা সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং এভেইলএবল।

সোনালীব্যাংক অনলাইন একাউন্ট খোলার নিয়ম কি?

এক্ষেত্রে আপনার একটি স্মার্টফোন এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর মূল কপি প্রয়োজন হবে। “সােনালী ই-সেবা (Sonali eSheba)” এপের মাধ্যমে আপনি প্রক্রিয়াটি ঘরে বসে অনলাইনে সম্পন্ন করতে পারবেন। শুধু অ্যাপটি খুলুন এবং “ব্যাংক একাউন্ট খুলুন” আইকনে ক্লিক করে প্রসেসগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করুন।

ADVERTISEMENT
Sonali Bank Online Account Opening

অ্যাপস ব্যবহার করে সোনালী ব্যাংক অনলাইন একাউন্ট চেক কিভাবে করে?

আপনার স্মার্ট ফোনে অ্যাপসটি “সােনালী ই-সেবা (Sonali eSheba)” ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করতে হবে। এরপর জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে বা ছবি তুলে জমা দিতে হবে।

এখানে আপনার মোবাইল নাম্বার যাচাই করার জন্য তারা একটি OTP চাইবে। আপনার মোবাইল নাম্বার দেয়ার পর যে OTP কোড আসবে সেটি আপনাকে সাবমিট করতে হবে। এরপর আপনার পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন যেখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে।

এখন আপনি এই এপস ব্যবহার করে সোনালী ব্যাংক একাউন্ট চেক করে আপনার একাউন্ট সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং আপনার একাউন্টের ব্যালেন্সও চেক করতে পারবেন।

ADVERTISEMENT

এছাড়াও ম্যাসেজের মাধ্যমে আপনি ব্যালেন্স জানতে পারবেন। ম্যসেজ এর মাধ্যমে জানতে ম্যাসেজ অপশনে চলে যান এবং সেখানে টাইপ করুন SBL <Space> BAL এবং পাঠিয়ে দিন ব্যাংকের এই সার্ভিস নাম্বার 26969 তে।

“Sonali bank online banking” সেবা গুলো পেতে কি কি লাগে?

  • প্রথমত আপনার একটি স্মার্ট ফোন থাকতে হবে।
  • এনআইডি কার্ড বা জন্মনিবন্ধন কার্ড লাগবে।
  • প্লে-স্টোর থেকে প্রয়োজনিয় এপস ডাউনলোড করতে হবে।

Sonali bank e wallet এ “Your account not found” সমস্যা কেন দেখায়?

  • ব্যাংক একাউন্ট নাম্বার
  • এনআইডি নাম্বার
  • জন্ম তারিখ ফোন নাম্বার
  • রেজিষ্ট্রেশনের প্রয়োজনিয় নিয়মাবলি ও তথ্য

এই জিনিসগুলো আপনার ব্যাংক একাউন্টের তথ্যের সাথে মিলতে হবে। অন্যথায় এই সমস্যাটি দেখা যাবে।

BEFTIN কি?

সোনালী ব্যাংকের একাউন্ট থেকে অন্য ব্যাংকের একাউন্টে টাকা পাঠানোর সিস্টেম কে BEFTIN বলে।

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর খরচ কত?

১০০০০ টাকা পর্যন্ত ভেট সহ ১৮ টাকা চার্জ।

১০০০১ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত ভেট সহ ২৯ টাকা চার্জ।
৫০০০১ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত ভেট সহ ৫৮ টাকা চার্জ।
১০০০০১ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত ভেট সহ ১১৫ টাকা চার্জ।

এপ্সের লগ-ইন পিন ভুলে গেলে কি করবো?

এক্ষেত্রে আপনাকে ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। তারা আপনার পিন রিসেট করে দেয়ার ব্যাবস্থা করবে।

দেশের বাহিরে কি এই এপ্সগুলো ব্যাবহার করা যাবে?

আপাতত এই সেবা শুধু দেশের ভেতরের জন্য। দেশের বাইরে ব্যাবহার নিষেধ।

আরো পড়ুন- অনলাইনে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

এপ্স থেকে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক কিভাবে করে?

“Transaction” অপশনে ব্যালেন্স চেক করার অপশন পেয়ে যাবেন।

sonali bank online account balance check

ব্যাংক ব্যালেন্স দেখতে পারছিনা!

এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি ব্যাংকে গিয়ে কাস্টমার ডিটেইলসে আপডেট করতে হবে।

এপ্সে ”Your device is not binded with this account” দেখাচ্ছে!

এই সমস্যার সমাধান করতে আপনাকে ব্যাংকের ব্যাঞ্চে যেতে হবে।

ব্যাংকিংঅনলাইন ব্যাংকিং
হোমে যানbankline

আরো পড়ুন- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *