অনলাইনে সোস্যাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি খুব সহজে অনলাইনে সোস্যাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরন করে এই ব্যাংকে একটি একাউন্ট ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন। এই পোস্টে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
সোস্যাল ইসলামী ব্যাংক বা SIBL Bank অন্যান্য ইসলামী ব্যাংকের মতো শরিয়া বোর্ড দ্বারা পরিচালিত হয়। তাই অন্যান্য সাধারণ ব্যাংকের তুলনায় এই ব্যাংকে ব্যাংকিং কার্যক্রমে যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত হবে।
এখানে একাউন্ট করার জন্য ব্যাংক গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একটি এপ ইন্ট্রুডিউছ করেছে যা ব্যবহার করে গ্রাহক যে কোনো স্থান থেকে নিচে দেখানো সোস্যাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একটি একাউন্ট করে ফেলতে পারবেন। চলুন তাহলে ব্যাংক একাউন্ট করার প্রকৃয়াটি বিস্তারিত দেখে নেয়া যাক।
অনলাইনে সোস্যাল ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগে
এখানে একাউন্ট করার জন্য একাউন্টকারীকে কিছু জিনিস সাথে রাখতে হবে। আর একাউন্টি খোলা যাবে ব্যাংকের নিজস্ব এপ থেকে। নিচে একাউন্ট খুলার জন্য প্রয়োজনিয় জিনিসগুলো উল্লেখ করা হলো।
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র।
- তার ছবি।
- নমিনির ভোটার আইডি কার্ড এবং এক কপি ছবি।
- আবেদনকারীর সিগনেচারের ছবি।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে সোস্যাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সোস্যাল ইসলামী ব্যাংকের একাউন্ট করা যাবে তাদের মোবাইল এপ “SIBL NOW” এই এপ থেকে। একাউন্ট করার নিয়ম খুবই সহজ। ক্রমান্বয়ে তাদের প্রকৃয়াটি ফলো করলে এবং তথ্য দিলে ঘরে বসেই এই একাউন্ট খোলার প্রকৃয়া সম্পন্ন হয়ে যাবে। এখানে নিচে পুরো প্রকৃয়াটি দিয়ে দেয়া হলো।
#ব্যাংকের এপটি ডাউনলোড করতে হবে: প্রথমে প্লে-স্টোর থেকে “SIBL NOW” এই এপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এর পর তা ওপেন করতে করলে এর হোম পেজে “e Account” নামে একটি অপশন পেয়ে যাবেন।
#নাম্বার ভেরিফাই করতে হবে: “e Account” এ ক্লিক করার পর নিজের মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। সেখানে নাম্বার দেয়ার পর “Send OTP” দিলে মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি টি মোবাইলে বসিয়ে “Verify” দিলে নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে।
#Steps to complete: এখানে কি কি স্টেপ সম্পন্ন করতে হবে তা একটি নটিশের মাধ্যমে দেখানো হবে। মূলত চারটি ধাপ এখানে সম্পন্ন করার কথা বলা হবে। তারপর “Start” এ ক্লিক করলে ধাপ গুলো শুরু হয়ে যাবে।
১) এনআইডি কার্ড আপলোড করতে হবে: এখানে প্রথমে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে। একবার কার্ডের ফ্রন্ট সাইড এবং তারপর কার্ডের ব্যাক সাইড আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে “Next” এ ক্লিক করে পরের ধাপে চলে যেতে হবে।
তারপর এনআইডি কার্ডের তথ্য গুলো দেখানো হবে। তা দেখে নিয়ে তারপর নিচে থাকা মেইল অপশনে আবেদনকারীর মেইল আইডি দিতে হবে। মেইল আইডি বসানোর পর “Next” দিতে হবে।
২) আবেদনকারীর ছবি তুলতে হবে: এই ধাপে ছবি কিভাবে তুলতে হবে তার কিছু নির্দেশনা থাকবে। নির্দেশনা পড়ে নিয়ে “Next” এ ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে। পরিষ্কার আলোয় ক্যামেরায় ছবি তুলার সময় মুখে হাসি রেখে চোখের পলক ফেলতে ফেলতে ছবি ক্যাপচার করতে হবে। ক্যাপচার হয়ে গেলে “Next” এ ক্লিক করতে হবে।
৩) সিগনেচার আপলোড করতে হবে: তৃতীয় ধাপে সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার পাশাপাশি সিগনেচারের ছবি তুলার অপশন বা সরাসরি অন স্ক্রিন সিগনেচার দেয়ারও অপশনও এখানে পাওয়া যাবে। সিগনেচার আপলোড করার পর “Confirm” করতে হবে এবং “Verify NID Data” তে ক্লিক করতে হবে।
৪) ডাটা রিভিউ করতে হবে ও আরো কিছু তথ্য দিতে হবে: এ পর্যায়ে আবেদনকারীর তথ্য গুলো দেখানো হবে। এখানে স্থায়ি ঠিকারা দিতে হবে, ইনকার সোর্স দিতে হবে, পেশা সিলেক্ট করতে হবে, মাসিক ইনকাম, মাসিক সম্ভাব্য ডিপোজিটের পরিমাণ এভং সম্ভাব্য মাসিক উইথড্র এর পরিমাণ লিখে “Next” অপশনে ক্লিক করতে হবে।
#ব্র্যাঞ্চ এবং একাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে: ব্র্যাঞ্চের ক্ষেত্রে আবেদনকারীর নিকটস্থ শাখাটি সিলেক্ট করতে হবে। একাউন্ট টাইপ সিলেক্ট করার সময় “Savings account” এবং প্রোডাক্ট অপশন থেকে “Mudaraba savings deposit client” সিলেক্ট করতে হবে। এরপর “Next” এ ক্লিক করতে হবে।
#নমিনির ডিটেইলস দিতে হবে: এখানে নমিনির নাম, তার সাথে আবেদনকারীর সম্পর্ক, তার ডেট আফ বার্থ এবং এনআইডি কার্ড নাম্বার দেয়ার পর “Next” দিতে হবে।
#নমিনির ফটো আপলোড করতে হবে: নমিনির ফটো মোবাইল থেকে বা সরাসরি ছবি তুলে আপলোড করতে হবে। আপলোড করা হলে “Next” অপশনে ক্লিক করতে হবে।
#নমিনির সাথে একাউন্টের পার্সেন্ট শেয়ার সিলেক্ট করতে হবে: একাউন্টের কতো পার্সেন্ট একাউন্টধারী নমিনির সাথে শেয়ার করতে চান তা সিলেক্ট করতে হবে। ১০০% সিলেক্ট করাই উত্তম হবে। করা হলে “Submit” দিতে হবে। সাথে সাথে ব্যাংকের কাছে আপনার ইনফর্মেশন চলে যাবে।
শেষকথা: তারপর আপনার একাউন্টি এক থেকে দুই কর্ম দিবষের মধ্যে ওপেন হবে। ওপেন হলে আপনাকে ব্যাংক একটি ম্যাসেজের মাধ্যমে অথবা একটি মেইলের মাধ্যমে তা জানিয়ে দিবে।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম দেখুন
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে ইউসিবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |
One Comment