ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনার যদি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট চেক বা First Security Islami bank account check করার নিয়ম সম্পর্কে জানার দরকার হয় তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আমি এই একাউন্ট চেক করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি।
এখানে FSIBL bank account balance check করার একাধিক উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে আপনার যে উপায়টি সহজ মনে হবে আপনি সেই উপায়টি ব্যবহার করে আপনার একাউন্ট চেক করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার উপায়গুলো
আপনার যদি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা থাকে এবং আপনার তা চেক করার দরকার হয় তবে এখানে তিনটি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। উপায় গুলো হলো:
- ব্যাংকের এপ থেকে একাউন্ট চেক করা।
- এসএমএস এর মাধ্যমে একাউন্ট চেক করা।
- ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক করা।
ব্যাংকের এপ থেকে একাউন্ট চেক করার নিয়ম
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনার একাউন্ট ব্যালেন্স জানার জন্য যে নিয়ম গুলো আছে তার মধ্যে সহজ একটি হলো এপ থেকে অনলাইনে ব্যালেন্স চেক করা। কেননা এই নিয়মে আপনাকে কষ্ট করে ব্যাংকে ভিজিট করার দরকার হয় না ব্যালেন্স জানার জন্য।
এ প্রকৃয়ায় প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের “FSIBL” এই এপটি ডাউনলোড করতে হবে। তারপর অল্প কিছু ইনফর্মেশন দিয়ে এপটিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি এপটির হোম পেজে চলে আসবেন।
এখানে “Account” নামে একটি অপশন থাকবে যেখানে ক্লিক করে এবং “Registration request” এ ক্লিক করে আপনাকে আপনার ব্যাংক একাউন্টটি এপ এর সাথে সংযুক্ত করে নিতে হবে। এখানে একাউন্টের নাম্বার, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য গুলো সঠিক ভাবে দিয়ে সাবমিট করতে হবে।
সাবমিট করার পর আপনার একাউন্ট যে শাখায় আছে সে শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে। তারা আপনাকে আপনার মেইলে একটি ফাইলেন মাধ্যমে রেজিস্টারড আইডি, পাসওয়ার্ড এবং টি পিন জানিয়ে দিবেন। এখানে আপনার কাস্টমার আইডির শেষ চারটি সংখ্যা ব্যবহার করুন।
সবশেষে মেইলে পাওয়া আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এপে লগ ইন করুন। প্রথমবার লগ ইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে। এখন আপনি এই এপে থাকা সকল সার্ভিস গুলো উপভোগ করতে পারবেন।
ব্যালেন্স জানার জন্য “FSIBL” এই এপটির হোম পেজ থেকে “Account” নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একাউন্ট নাম্বার, একাউন্টে জমা থাকা টাকার পরিমান এবং লেনদেনের বিবরণ দেখতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে একাউন্ট চেক করার নিয়ম
আপনার কাছে যদি ইন্টারনেটে বা এপ এর মাধ্যমে একাউন্ট চেক করা সহজ না হয় তবে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স জানার জন্য এসএমএস মাধ্যমটি বেঁছে নিতে পারেন। এই মাধ্যমটি ব্যবহারে ব্যাংক আপনার কাছ থেকে বাৎসরিক একটি ফি কাটতে পারে।
এসএমএস মাধ্যমে একাউন্ট চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে FSIBL<space>ACCBLN<space>account no<space>pin এবং তা পাঠিয়ে দিতে হবে 6969 এই নাম্বারে।
ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক করার উপায়
আপনার যদি উপরের উপায় গুলো কোনো কারণে এপ্লাই করার সুযোগ না থাকে বা সহজ মনে না করেন তবে আপনার জন্য শেষ যে উপায়টি থাকে তা হলো ব্যাংক ভিজিট করে আপনার একাউন্ট চেক করা। ব্যাংকে যাওয়া সময় আপনার একাউন্ট নাম্বারটি সাথে করে নিয়ে গেলে তারা আপনার একাউন্টের ব্যালেন্স সম্পর্কে আপনাকে জানিয়ে দিবে।
এবং অন্যান্য ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম দেখুন।