ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনি কি ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম খুজছেন? তবে আপনি সঠিক জায়গায় এসেছেন, যেখানে আমি আপনার ব্রাক ব্যাংকের একাউন্টির ব্যালেন্স করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
ব্র্যাক ব্যাংকের একাউন্ট চেক আপনি চাইলে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন, আবার এসএমএস করেও আপনার ব্যালেন্স সম্পর্কে তথ্য পেতে পারবেন। এছাড়া আপনি যদি তাদের এপ ব্যবহারকারী হোন, তার মাধ্যমেও আপনি আপনার BRAC bank account balance check করতে পারবেন।
চলুন তাহলে দেখে নেয়া যাক ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার জন্য এই আলাদা উপায় গুলো এবং তা এপ্লাই করার নিয়ম। এর সাথে আপনাদের সম্ভাব্য প্রশ্ন গুলো আমি শেষে যুক্ত করে দেয়ার চেষ্টা করবো।
Table of Contents
ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার উপায়গুলো
ব্র্যাক ব্যাংকে আপনার যদি একটি একাউন্ট থেকে থাকে এবং আপনি যদি আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে চান তবে আপনি যেসব উপায়ে আপনার একাউন্টি চেক করতে পারবেন তা হল:
- মোবাইল এপের মাধ্যমে।
- ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
- এসএমএস এর মাধ্যমে।
- সরাসরি ব্যাংকে গিয়ে চেক করার মাধ্যমে।
মোবাইল এপে ব্র্যাক ব্যাংকের একাউন্ট চেক
মোবাইল এপ থেকে আপনার একাউন্ট চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের প্লে-স্টোর থেকে ”BRAC Bank Mobile” এই এপটি ডাউনলোড করতে হবে। তারপর আপনার সামনে র্টামস এনড কান্ডিশানস আসবে যা আপনাকে Agree দিয়ে সামনে যেতে হবে।
এবার আপনার সামনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়ার একটি অপশন আসবে। এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে ব্যাংকে কল দিয়ে বা যোগাযোগ করে। তাদের কাস্টমার কেয়ারে কল করে আপনার একাউন্ট সংক্রান্ত তথ্য দিয়ে তা সংগ্রহ করুন। ব্র্যাক ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার +88 02 8801301-32; 09677551001-31 এ দুটি।
তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনাকে ওটিপি দেয়ার জন্য বলা হবে। এই ওটিপি পাবেন এই লিঙ্কে থাকা এপ থেকে, বা আপনি কাস্টমার কেয়ারে কথা বলার সময়ও এর ব্যাপারে জেনে নিতে পারবেন। ওটিপি দিয়ে Verify তে ক্লিক করুন। আপনার সামনে এপটির হোম পেজ ওপেন হয়ে যাবে।
হোম পেজে আপনি একটি অপশন Deposit Accounts দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনার একাউন্ট কি ধরনের একাউন্ট (সেভিংস একাউন্ট নাকি কারেন্ট একাউন্ট) তা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনার সামনে আপনার একাউন্ট ব্যালেন্স প্রদর্শন করানো হবে।
আরো পড়ুন- অনলাইনে ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
নিয়মটি ভিডিওতে দেখুন
ইন্টারনেট ব্যাংকিং এ একাউন্ট চেক
আমি যখন এই আর্টিকেলটি লিখছি তখন আমি তাদের সাইট থেকে একাউন্টে লগইন করার চেষ্টা করে ব্যার্থ হয়েছি। তাদের সাইটে এই মূহুর্তে এই ব্যাপারে এক্সেস করা যাচ্ছে না। Server Error টাইপ প্রবলেম দেখাচ্ছে। তাই আমি এই মূহুর্তে এটা চেষ্টা করার জন্য বলবো না। আশা করি তারা এটি দ্রুত সমাধান করবে। চলুন পরবর্তি উপায়টি দেখে নেয়া যাক।
এসএমএস এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক
এটা বলতে গেলে এক প্রকার সহজ একটি উপায়। যারা এপ চালাতে বা অন্য কোনো উপায়কে ঝামেলা মনে করবে তাদের জন্য বা যে কেউ চাইলে এই নিয়মে একাউন্ট চেক করতে পারবেন।
আপনি নিশ্চই আপনার একাউন্ট করার সময় আপনার একটি পার্সনাল মোবাইল নাম্বার সাবমিট করেছেন। আপনি যদি আপনার একাউন্টের ব্যালেন্স জানতে চান তবে আপনাকে অবশ্যই এই নাম্বারটি ব্যবহার করতে হবে। তবে যে জিনিসটি খেয়াল রাখবেন তা হলো ব্র্যাক ব্যাংক কিন্তু এসএমএস ব্যাংকিং এর জন্য চার্জ কেটে থাকে একাউন্ট থেকে।
এখন আপনি একাউন্ট চেক করার জন্য আপনার উক্ত রেজিস্টার্ড নাম্বার থেকে ম্যাসেজ করুন। এর জন্য চলে যান ম্যাসেজ অপশনে ও সেখানে টাইপ করুন A এবং তা সেন্ড করে দিন 16221 এই নাম্বারে। এরপর আপনার কাছে একটি ফিরতি ম্যাসেজ আসবে যেখানে আপনার ব্যালেন্স জানিয়ে দেয়া হবে।
সরাসরি ব্যাংকে গিয়ে একাউন্ট চেক
আপনার কাছে যদি উপরে উল্লেখিত এই সবগুলো উপায় ঝামেলার মনে হয় তবে আপনি সিমপ্লি তা ব্যাংক থেকে জেনে নিতে পারবেন। আপনি আপনার একাউন্ট নাম্বার নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে চলে যান। সেখানে ব্যাংকে আপনার একাউন্টের ব্যালেন্স জানতে চাইলে তারা আপনাকে আপনার ব্যালেন্স জানিয়ে দিবে।
আরো পড়ুন- অন্যান্য ব্যাংকের একাউন্ট চেক |
অনলাইন ব্যাংকিং সম্পর্কে জানতে- অনলাইন ব্যাংকিং |
ব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার নিয়মটি আপনার জন্য হেল্পফুল হলে শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন।
Amar brack bank acount ace .kintu account no mone nai .ekhon koronio ki
Mother branch .card no mone ace
ব্যাংকে যোগাযোগ করুন।
Authorities md nazrul islam mone ace