ইসলামী ব্যাংকিংয়ের পরিধি বাড়ছে দিনে দিনে

দিনে দিনে শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংকিংয়ের পরিধি বাড়ছে। দেশে মোট ৬১টি ব্যাংকের মধ্যে ঋণ-আমানতের মধ্যে এক-চতুর্থাংশই এখন ইসলামিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংকের এক হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে পুরোদমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম…

ADVERTISEMENT

দিনে দিনে শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংকিংয়ের পরিধি বাড়ছে। দেশে মোট ৬১টি ব্যাংকের মধ্যে ঋণ-আমানতের মধ্যে এক-চতুর্থাংশই এখন ইসলামিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংকের এক হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে পুরোদমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে ৮টি ব্যাংক।

আবার এদিকে ৯টি প্রচলিত (কনভেনশনাল) ব্যাংকের ১৯টি শাখা এবং ৮টি প্রচলিত ব্যাংকের ২৫ উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং চলছে। এসকল ব্যাংক, শাখা এবং উইন্ডোতে মোট আমানতের পরিমাণ প্রায় ২ লাখ ৫৩ হাজার ৫৮ কোটি টাকা। ধরা হয় যা দেশের সব ব্যাংকের মোট আমানতের ২৩ দশমিক ৭৭ শতাংশ।

ADVERTISEMENT

কিন্তু এক বছর আগে এর পরিমাণ ছিল ২ লাখ ২৪ হাজার ৭৫৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ইসলামী ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ শতাংশ। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার ৫৬০ কোটি টাকা।

সংশ্লিষ্টদের মতে, মুসলিম দেশগুলোতে বর্তমানে ইসলামিক ব্যাংকের চাহিদা অনেক বেশি। ধর্মীয় নিয়ম মেনে যারা ব্যবসা-বাণিজ্য আর লেনদেন করতে চান তারা সাধারণত ইসলামিক ব্যাংকগুলোতে লেনদেন করেন। এছাড়া দেশের ৯০ ভাগ ব্যাংক গ্রাহক যেহেতু মুসলমান। এ কারণেই দেশের ইসলামিক ব্যাংকিংয়ের পরিধি দিন দিন বেড়েই চলেছে।

বাংলাদেশের ৮টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হল- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম), সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

ADVERTISEMENT
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *