প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত হয়েছে
প্রাইম ব্যাংক ফাইন্ডেশন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষনা দিয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক। তবে বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের জন্য রয়েছে কতগুলো শর্ত।…
প্রাইম ব্যাংক ফাইন্ডেশন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষনা দিয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক। তবে বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের জন্য রয়েছে কতগুলো শর্ত।
Table of Contents
আবেদনের যোগ্যতা
- শুধুমাত্র ২০২২ ও ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
- বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাপ্রতিষ্টানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। তবে যারা এখনো চলতি বছরে স্নাতক পর্যায়ে ভর্তি সম্পূর্ণ করতে পারেননি, তারাও আবেদন করতে পারবেন, তাদেরকে ভর্তির পরপরই ভর্তি রসিদের কপি জমা দিতে হবে।
- এসএসসি ও এইচএসসিতে সর্বমোট জিপিএ কমপক্ষে ছাত্রদের ৯ এবং ছাত্রীদের ৮.৮০ হতে হবে।
- কেবলমাত্র আর্থিক দুর্দশাগ্রস্থ পরিবারের সন্তানরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অভিভাবকের মাসিক আয় দশ হাজার টাকার উপরে হলে বৃত্তির জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়মাবলী
- অনলাইনে অথবা ডাকযোগে যেকোনো একটি মাধ্যমে আবেদন করার সুযোগ আছে।
- আবেদনের অনলাইন লিংক scholarship.primebankfoundation.org
- প্রাইম ব্যাংকের সকল শাখা থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
- স্নাতক পর্যায়ের ভর্তির রসিদ বা অন্য কোনো ডকুমেন্ট, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর/ ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক অভিভাবকের মাসিক (আয়ের পরিমান উল্লেখ করুণ) আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে।
- অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শিক্ষাবৃত্তি পেয়ে থাকলে আবেদনপত্রে তা উল্লেখ করতে হবে।
- আয়ের সনদ ও অন্যান্য যেকোনো তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদন কিংবা বৃত্তি বাতিল হতে পারে।
- বৃত্তি মনোনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।
বৃত্তির অন্যান্য বৈশিষ্ট্য
নিম্নোক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ কিছুটা শিথিলযোগ্য। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণাদি অবশ্যই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
- হতদরিদ্র (যেমনঃ প্রান্তিক কৃষক/ভূমিহীন/গৃহহীন/দিনমজুর/ভিক্ষাবৃত্তি/নদীভাঙ্গন কবলিত/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ভিজিডি-ভিজিএফ-বয়স্কভাতা কার্ডহোল্ডার/ক্ষুদ্র ঋণ গ্রহীতা/গৃহপরিচারিকা ইত্যাদি),
- এতিম
- প্রতিবন্ধী
- অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর
- আদিবাসী অনগ্রসর সমাজ
- স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান
- নার্সিং-কারিগরি ও বিদেশে কর্মরত আদিবাসী/বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের সন্তান বা তাদের উপর নির্ভরশীল সদস্য (ঋণগ্রস্থ/ভূমিহীন পারিবারিকভাবে দূর্বল আর্থ-সামাজিক অবস্থা) এমন।
আবেদনপত্র পাঠানোর সময়সীমা ও ঠিকানা
বৃত্তির জন্য আবেদনপত্র ৩০ আগষ্ট ২০২৩ তারিখের মধ্যে যথাযথভাবে পূরণ করে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। তবে একই সাথে অনলাইন এবং ডাকযোগে পাঠানো যাবে না। যেকোনো একটি উপায়ে আবেদনপত্র পাঠাতে হবে।
ঠিকানা: প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, প্রাইম টাওয়ার, প্লট # ৮ ও ৩৫ (১০ম তলা), নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯
আবেদনপত্রের জন্য এখানে ক্লিক করুন।
চলমান আরেকটি শিক্ষাবৃত্তি সম্পর্কে জানতে ভিজিট করুন: ৬৭ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক