প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি এর সার্কুলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে এভাবে দ্ররিদ্র অসহায় ছাত্রছাত্রিদের বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও তারা অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেয়ার ঘোষনা দিয়েছে।
বৃত্তির যোগ্যতা: ২০২১ সালে যে সকল শিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশ নিয়েছে এবং বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় আছে তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও শিক্ষার্থীর এইচএসসি এবং এসএসসি, এই দুই পরিক্ষার জিপিয়ে সমন্নিত ভাবে ছাত্রদের ক্ষেত্রে হতে হবে ৯.০০ এবং ছাত্রিদের ক্ষেত্রে হতে হবে ৮.৮।
আবেদন করতে যা যা লাগবে:
- আবেদন ফর্ম
- পাসপোর্ট সাইজের ছবি
- স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ
- এসএসসি ও এইসএসসি এর নাম্বার পত্র
- চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর থেকে অবিভাবকের আয়ের সনদপত্র।
আবেদনের প্রকৃয়া:
অনলাইনে এই লিঙ্কে থাকা ফর্মটি প্রথমে ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এই ফর্মটি অবশ্যই ইংলিশে পূরণ করতে হবে। পূরণ করার পর তা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগিয় প্রধান থেকে সিলসহ স্বাক্ষর নিতে হবে। পরে তা করিয়ার করে তাদের কাছে পাঠাতে হবে।
অন্য ধাপে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে বিস্তারিত তথ্য সহ আবেদন করে তা সাবমিট করতে তবে। এখানে ডকুমেন্টস গুলোর কপি নির্ধারিত এমবি সাইজে আপলোড করতে হবে। অনলাইন আবেদন লিংক এবং আবেদনের সম্পর্কে আরে জানতে এই লিংকে ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২২।
বৃত্তির পরিমান ও সময়কাল: প্রতি তিন মাস পর পর ৭২০০ টাকা একত্রে দেয়া হবে। এই বৃত্তির সময়কাল চলবে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সার্কুলার: