ডাচ বাংলা ব্যাংকে এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিস্যার নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি ডাচ বাংলা ব্যাংকে এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিস্যার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ডাচ বাংলা ব্যাংকে এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিস্যার নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামএসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিস্যার
পদের সংখ্যানির্দিষ্ট না
শিক্ষাগত যোগ্যতাঅনুমোদিত যেকোন কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম ২য় বিভাগ পেয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত।
অভিজ্ঞতাএই পদে আবেদন করার জন্যে পূর্বে চাকরীর অভিজ্ঞতার প্রয়োজন নেই।

অতিরিক্ত যা লাগবে:

  • বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে।
  • যাদের ইতিপূর্বে Sales & Marketing এ কাজের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধীকার পাবে।
  • এছাড়াও, যারা বানিজ্য/অর্থনীতি/এসম্পর্কিত বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন,
  • যারা ঢাকায় বসবাস করেন,
  • যারা নিজস্ব স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহার করেন,
  • যাদের নিজস্ব ল্যাপটপ আছে,
  • যাদের নিজস্ব মোটরবাইক আছে, তারা অগ্রাধীকার পাবে।

কর্মস্থল: ঢাকা।

কাজের প্রসঙ্গ

  • আপনার যদি কঠোর পরিশ্রম করার প্রত্যয় এবং কাজের প্রতি ইতিবাচক মনোভাব থাকে, আপনি যদি বিনয়ী হন, পরিপাটি এবং সুবক্তা হন, অথবা আপনার যদি নতুন মানুয়ের সাথে পরিচিত হয়ে নিজের বিশাল নেটওয়ার্ক তৈরীর ইচ্ছা থাকে, তাহলে আপনি এই পদের জন্যে আপনি আবেদন করতে পারেন।
  • ব্যাংকের Credit Card Sales টিমে কাজ করার জন্য ব্যাংক অনুমোদিত Multidrive Services Limited নামে একটি কোম্পানি Assistant Relationship Officer (ARO) পদে নিয়োগ করে থাকে।

কাজের দায়িত্ব

  • Credit Card, Digital Payment Solutions এবং এর সাথে সম্পর্কিত সকল ব্যাংকিং সার্ভিস সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান রাখা।
  • সম্ভাব্য সকল মাল্টিন্যাশনাল বা দেশীয় প্রতিষ্ঠানে Corporate Offer দেয়া এবং Product Presentation করা।
  • বিভিন্ন তথ্যের উৎস থেকে সুপরিচিত মাল্টিন্যাশনাল বা দেশীয় প্রতিষ্ঠানের বা Society/ Association/Club এর সদস্য/কর্মকর্তাদের তালিকা/নির্দেশিকা সংগ্রহ করে সম্ভাব্য গ্রাহকদের তালিকা তৈরি করা।
  • প্রতিদিন কমপক্ষে ৩০ জন সম্ভাব্য গ্রাহকের সাথে দেখা করে বা কমপক্ষে ৫০ জন গ্রাহকে ফোন করে Credit Card এর সুবিধা বোঝানো, এবং কমপক্ষে ২ টি Credit Card Application সংগ্রহ করা।
  • গ্রাহকের পরিপূর্ণ তথ্য দিয়ে সঠিকভাবে Credit Card Application Form পূরণ করানো এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিকভাবে সংগ্রহ করা।
  • সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে তাদের Visiting Card এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা।
  • প্রতিদিন সম্ভাব্য Client Visit বা তাদের Call Report তৈরী করে সংশ্লিষ্ট Relationship Manager এর নিকট জমা দেয়া।
  • গ্রাহক সেবা নিশ্চিত করা।

মাসিক বেতন

মাসিক ১০০ পয়েন্টের লক্ষ্যমাত্রা থাকবে। নুন্যতম ১০টি বা তার বেশী Credit Card ইস্যু করলেই নূন্যতম ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা স্যালারি পাবেন। লক্ষ্যমাত্রার বেশী অর্জন করলে মাসে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুযোগ আছে।

শিক্ষানবিশ থাকাকালীন প্রথম তিন মাস নূন্যতম মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যার্থ হলে মাসে ৪,০০০ টাকা করে প্রদান করা হবে।

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২২

আবেদনের নিয়ম: অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

প্রার্থীদের জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিতে হবে নিন্ম উল্লেখিত ঠিকানায়: মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড, বাড়ী নং: ২০/২, (৩য় তলা), পশ্চিম পান্থপথ, উত্তর ধানমন্ডি, ঢাকা-১২০৫.( স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে, সন্ধ্যারাম প্লাজার পিছনের বাড়ি).

জব সোর্স: Bdjobs.com

ব্যাংকের চাকরির খবর পেতে ভিজিট করুন এই লিংকে

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।