যে ৫৫ অনলাইন মার্কেটপ্লেসে কাজ করলে পাবেন ৪% প্রণোদনা

সুখবর! Freelancer, YouTuber, Facebook content creator সহ ৫৫ অনলাইন প্ল্যাটফর্মে আয়ের ওপর ৪% করে প্রণোদনা (Cash incentive in Bangladesh)।

ADVERTISEMENT

ইউটিউব ও ফেইসবুকে মনিটাইজেশনের মাধ্যমে কনটেন্ট প্রোভাইডাররা যে আয় করছেন তার ওপর ৪ শতাংশ প্রণোদনা দেবে সরকার, সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। এছাড়াও গুগল অ্যাডসেন্স, অ্যাপস্টোর এমনকি প্লে স্টোর থেকে প্রাপ্ত আয়ের ওপরও মিলবে প্রণোদনা বা। 

অনলাইন মার্কেটপ্লেসে কাজ করলে ৪% প্রণোদনা দিবে বাংলাদেশ ব্যাংক

দেশে বসে বিদেশি এসব প্ল্যাটফর্মে কাজ করে আয় করায় সরকার ফ্রিল্যান্সারদের উৎসাহ বাড়াতে প্রাথমিকভাবে ৫৫টি বিদেশি স্বীকৃত প্ল্যাটফর্ম নির্বাচন করেছেন। এসব অনলাইন মার্কেটপ্লেস থেকে আয় করলেই চলতি ২০২১-২২ অর্থবছর থেকে ৪ শতাংশ নগদ প্রণোদনা পাবেন ফ্রিল্যান্সাররা।

ADVERTISEMENT

রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে কোন কোন অনলাইন মার্কেটপ্লেসের আয়ের ওপর নগদ সহায়তা পাওয়া যাবে তার একটি তালিকা সংযুক্ত করে দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তি-পর্যায়ের ফ্রিল্যান্সাররা সফটওয়্যার ও আইটিইএস সেবা অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে রপ্তানি করে থাকে। সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানির বিপরীতে নগদ যে প্রণোদনা, তা পেতে হলে সংশ্লিষ্ট অনলাইন মার্কেটপ্লেসকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ কতৃক স্বীকৃত হওয়ার শর্ত রয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ গত ১৬ জানুয়ারি ২০২২ প্রাথমিকভাবে নির্বাচিত ৫৫টি মার্কেটপ্লেস কে স্বীকৃতি দিয়ে তালিকা করে বাংলাদেশ ব্যাংকে পাঠায়। ওই তালিকাটি সার্কুলারের সঙ্গে যুক্ত করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সরবরাহ করে বাংলাদেশ ব্যাংক।

ADVERTISEMENT

সার্কুলারে আরও বলা হয়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্দিষ্ট সীমা পর্যন্ত রপ্তানি আয়ের ক্ষেত্রে টিটি বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্য সূত্রের অবর্তমানে অর্থ প্রাপ্তির যথার্থতা নিশ্চিত হওয়া গেলে নগদ সহায়তা প্রযোজ্য হবে।

এ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বীকৃত আন্তর্জাতিক মার্কেটপ্লেসের সহায়তায় সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানি করতে হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ের মার্কেটপ্লেসের সহায়তায় রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আলোচ্য তালিকা প্রযোজ্য হবে বলে সার্কুলারে বলা হয়েছে।[1]

অনলাইন মার্কেটপ্লেস গুলোর তালিকা

বিদেশি অনলাইন মার্কেটপ্লেসের ওই তালিকায় নাম রয়েছে

ADVERTISEMENT
  1. ফ্রিল্যান্সার ডটকম
  2. আপওয়ার্ক
  3. ফাইভার
  4. গুরু
  5. পিপল পার আওয়ার
  6. টপটাল
  7. ফ্লেক্সজব
  8. ৯৯ডিজাইনস
  9. সিমপ্লি হায়ার্ড
  10. অ্যাকুয়েন্ট
  11. পাবলফট
  12. ডিজাইনহিল
  13. বার্ক
  14. গোলেন্স
  15. ফ্রিআপ
  16. হাবস্টাফ
  17. ট্যালেন্ট
  18. সলিড গিগস
  19. উই ওয়ার্ক রিমোর্টলি
  20. গিগস্টার
  21. ড্রিববল
  22. বিহেন্স
  23. ক্লাউডপিপস
  24. এনভাটো
  25. হ্যাকারনি
  26. আমাজান মার্কেন্টাইল টার্ক
  27. সাটারস্টক
  28. অ্যাডোবি স্টক
  29. আই স্টক
  30. ডিপোজিট ফটোস
  31. ১২৩আরএফ
  32. পন্ডফাইভ
  33. ড্রিমসটাইম
  34. ক্রিয়েটিভ মার্কেট
  35. ক্যানস্টক ফটো
  36. অ্যালামি
  37. ইউনিটি অ্যাসেট স্টোর
  38. স্কেচফ্যাব
  39. ফ্রিপিক
  40. অ্যাউইন
  41. শেয়ারঅ্যাসেল
  42. ফ্লেক্সঅফারস
  43. ম্যাক্স বাউন্টি
  44. ট্রেড ডাবলার
  45. সিজে অ্যাফিলিয়েট
  46. ভিগলিংক
  47. জেভিজু
  48. রাকুটেন
  49. ক্লিকব্যাংক
  50. আমাজন অ্যাসোসিয়েটস
  51. ওয়ালমার্ট অ্যাফিলিয়েটস

সহ ৫৫টি মার্কেটপ্লেসের নাম।

<<শিক্ষার্থীদের জন্য সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২>>

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *