আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২
দেশজুড়ে অসচ্ছল পরিবারগুলোতে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিতে আল আরাফা ইসলামী ব্যাংক তাদের উপবৃত্তি নিয়ে ছাত্রদের পাশে এগিয়ে এলো।
এই উপবৃত্তি পেতে আপনার যোগ্যতা কি হতে হবে এবং আপনি কিভাবে এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন তা নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন তা দেখে নেয়া যাক।
আবেদনের যোগ্যতা: ২০২০ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরিক্ষায় উত্তির্ণ মেধাবি শিক্ষার্থীগণ এই উপবৃত্তির আবেদনের জন্য যোগ্য হবেন। এখানে আবেদনকারির যে জিপিএ থাকা বাঞ্চনিয়:
বিভাগ | বিভাগিয় শহর/ সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে | সিটি কর্পোরেশনের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে |
বিজ্ঞান | জিপিএ ৫.০০ | জিপিএ ৪.৮০ |
অন্যান্য | জিপিএ ৪.৮০ | জিপিএ ৪.৫০ |
এছাড়া আরো যেসব বিষয় দেখা হবে:
- যেসব শিক্ষার্থী সরকারী বৃত্তি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানের বৃত্তির আওতায় আছে তারা এই বৃত্তি পাবেনা।
- ৭০% বৃত্তি গ্রামিন বা অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্ধ থাকবে।
- ৫% বৃত্তি প্রতিবন্ধিদের জন্য বরাদ্ধ থাকবে।
- যাদের অবিভাবকের বাৎসরিক আয় ২৪০,০০০ এর বেশি তাদের আবেদন গৃহিত হবে না।
বৃত্তির পরিমাণ ও সময়কাল
শিক্ষার স্তর | সময়কাল | মাসিক বৃত্তি (টাকা) | পাঠ্য উপকরনের জন্য (এককালিন) |
স্নাতক | ৩-৫ বছর (নবায়নযোগ্য) | ৩,৫০০/- | ৮,০০০/- |
আবেদনের প্রকৃয়া
আগ্রহী আবেদনকারী শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। তাদের www.al-arafabank.com/scholarship ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি আবেদন জমা কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয় না। আবেদনকারীদের পিতার নাম, মাতার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, এসএসসি এবং এইচএসসি ফলাফল অন্তর্ভুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২২
প্রয়োজনীয় কাগজপত্র
- সমস্ত প্রয়োজনীয় নথির প্রত্যয়িত কপি
- SSC/HSC ফলাফল সহ শেষ একাডেমিক সার্টিফিকেট
- চেয়ারম্যান/কমিশনার থেকে পিতামাতার আর্থিক প্রতিবেদন
সার্কুলারের কপি