২৫ দিনে এলো ১৭২ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স

চলমান ডলার সংকটের মধ্যেই রেমিট্যান্স প্রবাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরছে রিজার্ভে।

২৫ দিনে এলো ১৭২ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স

বিগত কিছুদিন যাবত দেশের অর্থনীতিতে যে চাপা উদ্বেগ বিরাজ করছিলো তা কিছুটা লাগব হয়েছে। চলতি মাসে শেষ ২৫ দিনে এলো ১৭২ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ হাজার ৪২৯ কোটি টাকা।

কিছু দিন ধরে যখন রিজার্ভের একটি নিন্ম মুখী প্রবণতা দেখা যাচ্ছিল, তখন বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতির উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে, যার ইতিবাচক সাড়াও মিলছে।

মূলত নানা রকম সুবিধা দেয়ায় বৈধ চ্যানেলে সাড়া মিলছে প্রবাসী আয়ের। এই ধারা অব্যাহত থাকলে পুরো আগস্টে ২১৪ কোটি ডলারের রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে।

গত ২৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক তথ্য সূত্রে জানা গেছে যে, রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১০ লাখ মার্কিন ডলার।

আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলার। যার মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৬২ লাখ ডলারের।

ইসলামী ব্যাংকের পরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী ব্যাংকে। এখানে মোট রেমিটেন্স এসেছে ১১ কোটি মার্কিন ডলার। এছাড়া সিটি ব্যাংক, ডাচ ব্যাংক, রূপালী ব্যাংকে যথাক্রমে ১১ কোটি, ৯ কোটি ৫৪ লাখ, এবং ৯ কোটি ৩৫ লাখ ডলার এসেছে।

এর আগে, জুলাই মাসে প্রবাসীরা ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে, যা জুনে ছিলো ১৮৩ কোটি ৭২ লাখ ডলার, এবং মে মাসে ছিলো ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।

ব্যাংকিংয়ের সকল আপডেট নিউজ পেতে ভিজিট করুন এই লিংকে

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।